মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ জনাব আলী সরকারী কলেজ মাঠে ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ভূয়শী প্রশংসা কুড়িয়েছেন বাউল শিল্পী শাহ মুজাহিদ আলম। ধন্য মাগো জননেত্রী তোমারি পরশে, সু-শৃংখল পরিবেশ আজ সোনার বাংলাদেশে গানটি পরিবেশনের সাথে সাথে দর্শক স্রোতা হাত তালি দিয়ে বাউল মুজাহিদ আলমকে অভিবাধন জানান। বাউল মুজাহিদ আলম ইতিপূর্বেও আনন্দের নাই সীমা। যেদিকে থাকাই দেখি আমি দুই নজরে ডিজিটাল বাংলার ঘরে ঘরে। ল্যাপটপ কম্পিউটারে ডিজিটাল পদ্ধতি। যে জন যারে দেখতে চায়, এ্যানি টাইম দিনরাত্রী। ডে নাইট অবিরত ইন্টারনেট মনের মতো। লাইন লাগাইয়া সংযোগ করে ডিজিটাল বাংলার ঘরে ঘরে। সরকারের এমন উন্নয়ন কর্মকান্ড নিয়ে গান লেখাসহ অসংখ্য গানের গীত রচনা, সুর করে নিজের কন্ঠে গেয়েছেন বানিয়াচঙ্গের জনপ্রিয় বাউল শিল্পী শাহ মোজাহিদ আলম। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গান লিখেছেন। বাউল শিল্পী মোজাহিদ আলমের সাথে আলাপ হলে তিনি জানান মা, মাটি, দেশ ও সংগীতকে ভালবেসেই এ জগতে এসেছিলাম। এসে দর্শকদের অনেক ভালবাসা পেয়েছি। অসংখ্য গান লেখার পর ১০ বছর পূর্বে সিলেট বেতারের তালিকাভুক্ত গীতিকার হিসেবে স্বীকৃতিও পেয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, স্থানীয় এমপি এডঃ আব্দুল মজিদ খানকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক বিষয়ে অবদান রাখায় বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সংবর্ধনা প্রদান করে।