শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

লাখাইয়ে প্রবাসী হত্যা মামলায় ॥ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে প্রবাসী হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় দেন। একই সাথে ১৩ জনকে খালাস প্রদান করা হয়। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক ও সালেহ উদ্দিন আহমেদ। আসামী পক্ষের ছিলেন এডঃ হাবিবুর রহমান ও কামরুল হাসান। দণ্ডপ্রাপ্তরা লাখাই উপজেলার সুবিদপুর গ্রামের আব্দুল করিমের পুত্র আজিজুল হক (৫০) ও একই গ্রামের ফকির চানের পুত্র ফারুক মিয়া (৫৫)। রায় প্রদানকালে আসামী আদালতে উপস্থিত ছিল। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার বাকি ১৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
তারা হল ওই গ্রামের রমজান মিয়া, আয়াত আলী, এমদাদুল হক, সাইফুল ইসলাম, আমিন মিয়া, জাকারিয়া মিয়া, শাফুজুল মিয়া ছাবু, মারুফ মিয়া চৌধুরী, হিরা মিয়া চৌধুরী, আইজুল মিয়া চৌধুরী, ফাইজুল মিয়া চৌধুরী, জাফরান মিয়া চৌধুরী ও আলমাছ মিয়া চৌধুরী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ দুপুর ১২টার দিকে ওই গ্রামের হাওরে মাসকলাই ক্ষেতে প্রবাসী কাছম আলী তার দুই কন্যাকে নিয়ে কাজ করছিল। এ সময় পূর্ব শত্র“তার জের ধরে আসামিরা গিয়ে দেশি অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। এক পর্যায়ে আসামীরা কাছম আলীকে ফিকল দিয়ে আঘাত করে।
স্থানীয় লোকজন কাছম আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ মার্চ কাছম আলী মারা যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী ফহিমা বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে ১৭ মার্চ লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৭ আগস্ট লাখাই থানার তৎকালীন ওসি মোজাম্মেল হক ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে আসামীদেরকে ধরে গ্রেফতার করে পুলিশ কারাগারে প্রেরণ করে। আসামীরা উচ্চ আদালত থেকে জামিন লাভ করে। কিন্তু এই মামলার অন্যতম আসামী আলমাচ মিয়া মখা পলাতক থাকায় মামলাটি নিষ্পত্তি হতে দেরি হয়। অবশেষে বিচারের প্রস্তুত হয়ে মামলাটি অতিরিক্ত দায়রা জজ আদালতে আসলে ১২ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহন শেষে আদালত এ দন্ডাদেশ দেন।
মামলার বাদী ফাহিমা আক্তার জানান, তিনি ন্যায় বিচার পাননি। উচ্চ আদালতে ন্যায় বিচারের জন্য তিনি আপিল করবেন। অপরদিকে আসামীরা জানায়, তারাও এ ব্যাপারে আপিল করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com