বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কারাবন্দি জি কে গউছের পরিবারের সাথে বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাক্ষাত

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কারাবন্দি আলহাজ্ব জি কে গউছের পরিবারের সাথে সাক্ষাত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে জি কে গউছের বাসভবনে এসে পৌছান বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ড্যাব ও বিএমএ এর সাবেক সভাপতি ডাঃ এ জেড এম জাহিদুল হোসেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সাবেক এমপি আশফাক আহমেদ নিজান ও সাবেক এমপি শাম্মী আক্তার শিপা। এ সময় জি কে গউছের স্ত্রী আলহাজ্ব ফারজানা হেপী গউছ বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানান। ডাঃ এ জেড এম জাহিদুল হোসেন এ সময় জি কে গউছের মামলা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
পরে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ডাঃ এ জেড এম জাহিদুল হোসেন বলেন-আওয়ামীলীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামীলীগ বাকশাল কায়েম করে এ দেশে একদলীয় শাসন কায়েম করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। আওয়ামীলীগ আবারও মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে এক দলীয় শাসন কায়েম করেছে। আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে প্রশাসনের উপর নির্ভর হয়ে দেশ পরিচালনা করছে। এ অবস্থা একদিন থাকবে না। সেই দিন পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন- জি কে গউছ হবিগঞ্জের অত্যন্ত জনপ্রিয় নেতা। জি কে গউছ জেলে থাকলেও হবিগঞ্জের মানুষ তাকে মেয়র নির্বাচিত করেন। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জি কে গউছ ভোটে পরাজিত হয়নি। জি কে গউছ রাষ্টযন্ত্রের কাছে পরাজিত হয়েছেন। জি কে গউছ হবিগঞ্জের মানুষের কাছে এমপি হয়েই বেচে থাকবেন। তিনি একদিন সংসদে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আফজাল হোসেন, হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিল্লুর রহমান, জি কে ঝলক, শেখ মামুন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com