বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাহুবলের শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে ৫ দিন ব্যাপী মহোৎসব শুরু শনিবার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘মহাযজ্ঞের মহাভূমি, জেগে উঠেছে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতৃভূমি’-এই শ্লোগানকে কেন্দ্র করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি বাহুবলের পূর্ব জয়পুরের ঐতিহাসিক শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম’-এ ৩৮তম বার্ষিক উৎসব শুরু হচ্ছে শনিবার। জমকালো আয়োজনে ৫ দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২০ ফেব্র“য়ারী বুধবার পর্যন্ত। উৎসবকে ঘিরে শ্রী শ্রী শচীঅঙ্গনকে সাজানো হয়েছে বাহারী সাজে।
উৎসবে থাকছে আলোচনা সভা, লীলা কীর্তন, গীতা কীর্তন, পদাবলী কীর্তন, একনাম কীর্তন, ধর্মীয় আলোচনা, সংগীতানুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ, লোকনন্দন উৎসব ও বসন্ত উৎসবসহ নানা আয়োজন।
শনিবার বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি থাকবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।
এছাড়াও উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের সহকারি ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ চন্দ্র পূজারা ও সিলেট রেঞ্জের এডিশনাল ডি.আই.জি জয়দেব কুমার ভদ্রসহ ২২ জন স্বনামধন্য ব্যক্তি।
উৎসবের সমাপনী দিন বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীব মুরাদ। ওই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘বসন্ত উৎসব’। এতে সঙ্গীত পরিবেশন করবেন ভারতের কলকাতা থেকে আগত স্বনামধন্য শিল্পীরা।
এ ব্যাপারে উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য জানান, ইতিমধ্যেই সকল প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। তিনি উৎসবটি সফল করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে এলাকার সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, উৎসবের চতুর্থ দিনে মাঘী পূর্ণিমা তিথিতে ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে ২০১ টাকা প্রণামী দিয়ে ভোগ দিতে পারবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com