শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

বানিয়াচঙ্গে শিক্ষক ও ইউপি সদস্যের হাতাহাতি ॥ পরস্পর বিরোধী বক্তব্য

  • আপডেট টাইম বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৯
  • ৪৯৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের টুপিয়াজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কান্তি পাল ও সাবেক ইউপি সদস্য সবুর মিয়ার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় স্কুলের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীসহ স্থানীয়রা জানালেন, মঙ্গলবার সকাল প্রায় ১১টার দিকে প্রধান শিক্ষক প্রবীর কান্তিসহ দু’জন শিক্ষক জীপগাড়ি থেকে স্কুলের সামনের রাস্তায় নামেন। এ সময় সাবেক ইউপি সদস্য ও স্কুল কমিটির সাবেক সভাপতি সবুর মিয়াসহ গ্রামের ক’জন স্কুলে দেরিতে আসার কারণ জিজ্ঞেস করেন। এ সময় সবুর মিয়া ও প্রধান শিক্ষক তর্কবির্তকে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা দু’জন হাতাহাতিতে লিপ্ত হন। এসময় উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে সবুর মিয়া জানান, শিক্ষকরা নিত্যদিনই দেড় থেকে দুই ঘন্টা বিলম্বে স্কুলে আসেন। ঘটনার সময় তাদেরকে দেরি করে স্কুলে আসার কারণ জিজ্ঞেস করলে প্রধান শিক্ষক আমার ওপর চটে যান। তিনি ঘুষি মারলে আমি জখম হই। এ ব্যাপারে ফোনে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছি। শিক্ষা কর্মকর্তা লিখিত অভিযোগ দেয়ার কথা বলেছেন।
বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মো. মসতু মিয়া জানান, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ ২০ কিলোমিটার দুরে হবিগঞ্জ শহরে থাকেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে এসে জানতে পারেন স্কুলে দেরি করে পৌঁছার কারণে এই ঘটনা ঘটেছে। এই ব্যাপারে গ্রামবাসী বৈঠকে করে সিদ্ধান্ত নেবেন।
প্রধান শিক্ষক প্রবীর কান্তি পাল জানান, স্কুল কমিটির সাবেক সভাপতি সবুর মিয়া ও তার সহযোগি জমির মিয়া পূর্ব থেকে ওতপেতে থাকেন। স্কুলের সামনে পৌঁছামাত্র তারা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সবুর মিয়া পুনরায় স্কুল কমিটির সভাপতি না হতে পেরে ও স্কুলের একটি ডুবা তিনি গ্রাস করতে না পেরে ক্ষিপ্ত হয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ছাইফুল আলম বলেন, মৌখিকভাবে বিষয়টি জেনেছেন। এই ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com