বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

নবীগঞ্জে পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক পদে নির্বাচন স্থগিত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০১৪
  • ৩৭৬ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পল্লী বিদ্যুত সমিতির এলাকা পরিচালক পদে নির্বাচন আদালতের নির্দেশে গতকাল স্থগিত হয়েছে। বিপুল উৎপাহ-উদ্দীপনায় আঞ্চলিক পরিচালক পদের নির্বাচনে দুই প্রার্থী অংশ নেন। শহরের হীরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ভোটের কার্যক্রম স্থগিত হয়েছে। হবিগঞ্জ সহকারী জজ আদালতের নির্দেশনায় চলমান নির্বাচনী কার্যক্রম বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, উপজেলার পূর্ব বড় ভাকৈর, করগাও, নবীগঞ্জ সদর, বাউশা, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন এবং পৌরসভার গ্রাহক নিয়ে ঘোষিত সিডিউল অনুযায়ী নির্বাচনের আয়োজন করে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। অংশ গ্রহণ করেন বিগত তিন বারের নির্বাচিত এলাকা পারিচালক এডভোকেট ফারুক আহমদ এবং তরুণ সমাজকর্মী ও সন্দলপুর বি সি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির। গ্রাহক ভিত্তিক ৫ হাজার ৭৭৮ জন ভোটার নিয়ে নির্বাচনের আয়োজন হয়। তিন বছর মেয়াদী ২০ মার্চের পরিচালক পদের নির্বাচন নিয়ে মাসব্যাপী গণসংযোগ করেন দুই প্রার্থী। নির্বাচনে অংশ নেয়ার আবেদন করেন কীর্তি নারায়ন মহা বিদ্যালয়ের প্রভাষক আকতার হোসেন। বৈধতার প্রশ্নে আবেদনটি বাতিল হয়। সংক্ষুব্ধ হয়ে ২৬ ফেব্র“য়ারী হবিগঞ্জ দেওয়ানী জজ আদালতে নির্বাচন বাতিলের আবেদনসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন তিনি। ১৯ মার্চ হবিগঞ্জ সহকারী জজ আদালতে এ সংক্রান্ত শুনানী হয়। ২০ মার্চ সকালে নির্বাচন স্থগিত সংক্রান্ত আদেশ দেন বিজ্ঞ বিচারক। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভোটের কার্যক্রম শুরু হয়। দুপুরে নির্বাচন স্থগিত সংক্রান্ত আদালতের আদেশ নিয়ে ভোট কেন্দ্রে হাজির হন মামলার বাদী আকতার হোসেন টিটু। হবিগঞ্জ সহকারী জজ আদালত প্রেরিত কাগজপত্র পর্যবেক্ষণ শেষে নির্বাচন স্থগিত করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিফল হয় নির্বাচন উৎসবের সকল আয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com