স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে ইয়াবাসহ ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী কয়েছ আহমেদ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে শায়েস্তাগঞ্জ বিরামচর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র। গতকাল শনিবার সকালে সদর থানার এসআই কামাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ২নং পুল এলাকায় অভিযান চালিয়ে কয়েছকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে গাজা ব্যবসার অপরাধে আদালত থেকে ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। গতকাল শনিবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।