স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনে কাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছ পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে উপজেলার শাহপুর রেল সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহপুরবাজার সংলগ্ন সেতুর নিচ থেকে আনুমানিক বয়স ৫০বছরের সাদা চেক শার্ট ও চেক লুঙ্গি পরিহিত ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শাহেদ আহমদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে কোন এক সময় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হতে পারে।
তিনি আরো বলেন, লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।