বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার মালামাল জব্দ হবিগঞ্জ শহরে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে আটক ৩ লাখাইয়ে পানিতে পড়ে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার ভোট সেন্টার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ বিএনপি চায় জনগণের প্রতিনিধি জনগণই নির্বাচিত করুক লতিফি হ্যান্ডস ইউএসএ’র অফিশিয়াল উদ্বোধন অনুষ্ঠানে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী ॥ সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্থ মানবতার সেবায় এগিয়ে আসুন মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার ॥ ঘাতক স্বামী সোহাগ র‌্যাবের হাতে আটক লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন শায়েস্তাগঞ্জে বিদুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল গ্রেপ্তার কামড়াপুর থেকে চালককে মারপিট করে টমটম নিয়ে গেছে ছিনতাইকারী

নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক এ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়াকে খুনের ঘটনায় নবীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেলকে প্রধান আসামী করে ১৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে নিহতের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় ১৩৫ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিহত ফারুক মিয়া নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। মামলায়- জহিরুল ইসলাম সোহেল ছাড়াও সাংবাদিকসহ ১৩৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির পুর গ্রামের খসরু মিয়া তালুকদারকে সৌদি আরব পাঠানোর কথা বলে এক লাখ টাকা নেন। কিন্তু সময়মতো বিদেশ পাঠাতে না পারায় খসরু মিয়া তার পাওনা টাকা ফেরত চেয়ে ফারুক মিয়াকে নিয়ে একাধিকবার আশাহীদকে তাগিদ দেন। টাকা না দিয়ে বরং আশাহীদ আলী আশা তাদের গালাগাল ও হুমকি দেন। গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার কথাকাটাকাটি হয়। এরপর যুবলীগ নেতা আশার পক্ষে আনমনু গ্রামের লোকজন তিমিরপুর গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরে শুক্রবার (৪ জুলাই) রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) দুপুরে পূর্ব তিমিরপুর ও চরগাঁও গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আনমনু, রাজাবাদ, রাজনগর, কানাইপুর, নোয়াপাড়া ও আশপাশের মৎস্যজীবী অধ্যুষিত কয়েকটি গ্রামের লোকজন। বিকেল সাড়ে ৬টা পর্যন্ত চলা এই সংঘর্ষে পূর্ব তিমিরপুর গ্রামের ফারুক মিয়া নামে এক ব্যক্তি নিহত হন এবং দেড় শতাধিক মানুষ আহত হন। এ সময় বেসরকারি ইউনাইটেড হাসপাতালসহ শহরের অন্তত ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় এবং ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত জহিরুল ইসলাম সোহেলসহ অন্যান্য জড়িতরা পলাতক রয়েছেন। নবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলার এজাহার পাওয়ার পর থেকে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এদিকে এই হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “ফারুক মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে, মামলা নম্বর-১১। এজাহারভুক্ত ১৩৫ আসামির গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, “ফারুক মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী থানায় এজাহার দিয়েছেন, মামলা রুজু করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com