স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত টি পপুলার জেনারেল হাসপাতালে এমডি তারেক আজিজ খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার শরীফখানি গ্রামের ও বর্তমান ইনাতাবাদ এলাকার মাসুদ খানের পুত্র। সে দীর্ঘদিন ধরে কোর্ট স্টেশন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। জানা যায়, মোহনপুর এলাকার বাসিন্দা লেবু মিয়ার পুত্র প্রবাসী আব্দুল আহাদ তার ব্যবসায়িক পার্টনার ছিল। কিন্তু তারেক তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। মূলধন ও লাভের টাকা নিয়ে তালবাহানা করে যাচ্ছে। এক পর্যায়ে তাকে তারেক আজিজ গালমন্দও ও হুমকি প্রদান করেন। অথচ তার কাছে টাকা নেয়ার লিখিত ডকুমেন্ট রয়েছে। এছাড়াও এরকম আরও প্রতারণার অভিযোগ রয়েছে।
হবিগঞ্জ সদর থানার এসআই ধ্রুবেশ চন্দ্র দাশ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। সেই আলোকে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।