নবীগঞ্জ প্রতিনিধি ॥ মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়ার নামে নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর ন-মৌজা সুন্নিয়া দাখিল মাদ্রাসা ভবনের নামকরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নারী সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি কেয়া চৌধুরী। পরে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ছিলেন আমাদের সস্পদ। আমরা কোনদিন এ কৃতি সন্তানকে ভুলতে পারব না। নবীগঞ্জে এ বীর সন্তানের জন্মভূমি। আমি এমপি হবার পর থেকেই স্বপ্ন ছিল, ওনার স্মৃতি রক্ষায় কিছু একটা করার। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সাড়ে ৭০ লাখ টাকা বরাদ্দ নিয়ে আসি। এ টাকায় মাদ্রাসা ভবন হবে। এ ভবনের নাম হবে বীর মুক্তিযোদ্ধা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ভবন। যাই হোক আজ শান্তি পেলাম এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে।
বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিতে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এ মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব চালু হবে। শিক্ষার্থীরা এ কম্পিউটার ল্যাবে আধুনিক শিক্ষা গ্রহণ করতে পারবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আহমদ রেজার সভাপতিত্বে ও শিক্ষক লোকমান খাঁনের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম, মাদ্রাসার সুপার সাজ্জাদুর রহমান, ওয়ার্ড দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাাদক ফজলুল করিম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুল মন্নান, শিক্ষার্থী সাকিব আহমদ ও আলী হোসেন প্রমুখ।