বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন ॥ প্রতিটি কেন্দ্রে থাকবে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ম্যাজিস্ট্রেট আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আজ ॥ ৪৩টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ২৩টি নবীগঞ্জ উপজেলা নির্বাচন ॥ হলফনামায় সম্পত্তির যেসব তথ্য উল্লেখ করলেন আলোচিত ৫ প্রার্থী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তারের সৌজন্য স্বাক্ষাৎ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকার জন্য পুরস্কার পেল “সানশাইন ব্রিকস” নানা ক্ষেত্রে কৃতিসন্তানদের সম্মাননা জানাল অ্যাসেট গ্রুপ-হবিগঞ্জ হবিগঞ্জের ডাকাত সর্দার সহিদ শ্রীমঙ্গল থেকে গ্রেফতার বানিয়াচঙ্গের আদম ব্যবসায়ীকে ১ বছর কারাদণ্ড দিল আদালত জলাবদ্ধতা নিরসনে খাল খননসহ পৌরসভার তৎপরতা অব্যাহত নবীগঞ্জে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে ১০টি হারভেস্টার মেশিনটি বিতরণ

হবিগঞ্জে ৪ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা শুরু দেশি-বিদেশি লেখকের ১০ হাজারেরও বেশি বইয়ের সমারোহ

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ৪ দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিকেল ৩টায় এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, হবিগঞ্জ এর উপ-পরিচালক মো. সফিউল আলম। এতে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মনীষ চাকমা।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন-বৃন্দাবন সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, জহুরচান বিবি মহিলা কলেজের প্রভাষক জালাল উদ্দিন রুমি ও দৈনিক হবিগঞ্জের বাণী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন-বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার সংগঠক মো. দেলোয়ার হোসাইন ও ইনচার্জ মো. আব্দুল মালেক প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানের প্রথম ক্রেতা বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ইজাহার চৌধুরী ওমরের হাতে বিলু কবীরের ‘কাঠ ঠোকরা’ বইটি তুলে দেন মেলার উদ্বোধক স্থানীয় সরকার বিভাগ, হবিগঞ্জ এর উপপরিচালক মো. সফিউল আলম।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার সংগঠক মো. দেলোয়ার হোসাইন জানান, এ মেলায় দেশি-বিদেশী লেখকের উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, কবিতার বই, প্রবন্ধের বই, নাটকের বই, জীবনীগ্রন্থ থেকে শুরু করে ধর্ম, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, ভৌতিক উপন্যাস, রূপকথা, অনুবাদগ্রন্থ, ইতিহাস, সমাজতত্ত্ব, স্বাস্থ্য-চিকিৎসা বিষয়ক, রান্নাবিষয়ক, ব্যায়ামবিষয়ক, কম্পিউটার, ও ভাষা শেখাসহ ১০ হাজারেরও বেশি বইয়ের সমারোহ রয়েছে। এতে শতকরা ৩০ ভাগ টাকা ছাড়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব প্রকাশনীর বইগুলো বিক্রি করা হচ্ছে। বাংলাদেশী অন্যান্য প্রকাশনীর বই বিক্রি হচ্ছে শতকরা ২৫ ভাগ টাকা ছাড়ে। এ ছাড়া ভারতীয় বই বিক্রি হচ্ছে বইয়ের নির্ধারিত মূল্যের ১ রূপীর বিপরীতে এক টাকা পঞ্চাশ পয়সা হারে।
তিনি আরও জানান, প্রতিদিন সকাল বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয়ভাবে সহযোগিতা করছে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com