বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেয়র জিকে গউছকে নিয়ে ইউজিপ-৩ এর বিশেষজ্ঞ রবার্ট পিগোটের প্রকল্প কাজ পরির্দশন ॥ উন্নয়নের আশ্বাস

  • আপডেট টাইম বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮
  • ৩৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প (ইউজিআইআইপি) ও বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিএমডিএফ)-এর প্রতিনিধি দল হবিগঞ্জ পৌরসভার কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছে। মঙ্গলবার ইউজিআইআইপি’র টিম লিডার বিশেষজ্ঞ রবার্ট পিগোট মেয়র আলহাজ্ব জি, কে গউছকে সাথে নিয়ে পৌর এলাকার বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। প্রতিনিধি দলের দলনেতা ফ্রান্স বংশোদ্ভুত রবার্ট হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়িত এবং চলমান রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের খুটিনাটি পরখ করে এর মান যাছাই করেন। কাজের সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি প্রকল্পের প্রকৌশলীদের কোন কোন বিষয়ে দিকনির্দেশনা দেন। প্রতিনিধি দল প্রকল্পের বাস্তবায়িত রাস্তার স্থায়ীত্ব আরো বৃদ্ধি করার জন্য রাস্তার পাশে কিছু আর্থ-ফিলিং কাজ করার অনুরোধ করলে মেয়র আলহাজ্ব জি, কে গউছ সেগুলো পৌরসভার নিজস্ব তহবিল হতে সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন। রবার্ট পিগোট ইনাতাবাদ, পুরান মুন্সেফী, সিনেমা হল রোড, নাতিরাবাদসহ বিভিন্ন এলাকায় প্রকল্পের কাজ পরিদর্শন করেন। নাতিরাবাদ হতে গোসাইপুর স্লুইট গেইট পর্যন্ত বড় ড্রেন নির্মাণের কাজ যা প্রকল্পের আওতায় এক কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে সেটা সরেজমিন পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিপ-৩ এর কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার, পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, প্রকৌশলী নিরূপম দেব, উপসহকারী প্রকৌশলী আব্দুল কুদ্দুস শামীমসহ অন্যান্যরা। এদিকে দুপুুরে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপম্যান্ট ফান্ড, বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান মেয়র আলহাজ্ব জি, কে গউছকে নিয়ে পিটিটিআইয়ের সামনে নির্মিতব্য কিচেন মার্কেট, শশ্বানঘাট রোডের বড় ড্রেন এবং এম সাইফুর রহমান টাউন হল পরিদর্শন করেন। বিএমডিএফের আওতায় হবিগঞ্জ পৌরসভার বাস্তাবায়িত প্রকল্পগুলোর নির্মাণ মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রতিনিধি দলে বিএমডিএফ ছাড়াও সংশ্লিষ্ট কনসালটিং প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন। তিনি প্রকল্প বাস্তবায়নে হবিগঞ্জ পৌরসভার সাফল্যের প্রশংসা করেন। প্রকল্পের কিস্তি প্রদানেও হবিগঞ্জ পৌরসভার যথার্থতা অন্যান্য পৌরসভার চেয়ে ভাল বলেও মত প্রকাশ করা হয়। ভবিষ্যতে পৌরসভার উন্নয়নের স্বার্থে আরো ভাল প্রকল্প প্রেরন করলে যথাযথ সহায়তা করা হবে বলে আশ্বাস দেন ব্যবস্থাপনা পরিচালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com