মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

লাখাইয়ে শারদাঞ্জলি ফোরাম ছড়িয়ে দিল শিক্ষার আলো

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৪৩ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার হিন্দু ধর্মাবলম্বী ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে শারদাঞ্জলি ফোরাম নামে একটি সংগঠন। প্রতিটি সন্তানের জন্য ধর্মীয় শিক্ষা সংস্কৃতি কৃষ্টি সত্য ও শান্তির অন্বেষণে কাজ করে যাচ্ছে ওই ফোরাম। সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জের লাখাই উপজেলায় চালু করা হয় শারদাঞ্জলি ফোরাম। এটি একটি ধর্মীয়, সাংস্কৃতিক ও সেবামূলক সামাজিক প্রতিষ্ঠান।
জানা গেছে, শারদাঞ্জলি ফোরামের অধীনে লাখাই উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষায় বিভিন্ন বিষয়াদী সম্পর্কে জানার লক্ষ্যে উপজেলায় তিনটি গীতা নিকেতন (স্কুল) চালু  করা হয়েছে এবং আরও দুইটি গীতা নিকেতন কিছুদিনের মধ্যেই উদ্বোধন করা হবে। চলমান নিকেতনগুলো হচ্ছে  করাব ফুলতৈল গীতা নিকেতন যার ছাত্রছাত্রীর সংখ্যা ৬৬ জন। রাঢ়িশাল গীতা নিকেতন যার ছাত্র ছাত্রীর সংখ্যা ৯১ জন ও মাদনা গীতা নিকেতন এর ছাত্র ছাত্রী হচ্ছে ৬১ জন। এসব গীতা নিকেতনের শিক্ষকরা সপ্তাহের প্রতি শুক্রবার ছাত্র ছাত্রীদের পাঠ দান দিয়ে থাকেন। করাব গীতা নিকেতনের শিক্ষার্থী বিজয় চন্দ্র পাল বলেন এ গীতা নিকেতনে ভর্তি হয়ে মনযোগ সহকারে পাঠদানের প্রতি মনোনিবেশ হলে ধর্মীয় শিক্ষায় অনেক কিছু জানা সম্ভব হবে। তিনিও ক্লাসে আগ্রহের সহিত অনেক কিছু শিখতে চেষ্টা করে যাচ্ছেন। রাঢ়িশাল গীতা নিকেতনের শিক্ষক সুজিত বিশ্বাস বলেন, প্রতি শুক্রবার আমরা ছাত্র ছাত্রীদের নিঃস্বার্থভাবে পাঠ দান দিয়ে থাকি। ধর্মীয় শিক্ষায় পাঠদান দিতে পেরে নিজেকে গর্ববোধ করেন বলেন জানান তিনি। এ ব্যাপারে জেলা শারদাঞ্জলি ফোরামের সহ-সভাপতি সুজিত চন্দ্র পাল বলেন যারা এখানে কাজ করছে তারা সবাই নিঃস্বার্থভাবেই কাজ করছে। তিনি আরো বলেন, গীতা নিকেতনে পাঠদান, গীতা শিক্ষা দেওয়ার দায়িত্ব শারদাঞ্জলি ফোরামের”। যদি সমাজের সবাই এগিয়ে আসে তাহলে এগিয়ে যাবে সনাতনী ধর্মীয় শিক্ষার প্রসার ও দূর হবে অন্ধকার এবং জ্বলে উঠবে শিক্ষার আলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com