বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

হবিগঞ্জ পৌরসভায় কর মেলা শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৪৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসবার উদ্যোগে কর মেলা শুরু হয়েছে। মেয়র আলহাজ্ব জি, কে গউছ মেলার উদ্বোধন করেন। গতকাল বুধবার পৌরভবনের হল রুমে দু’দিন ব্যাপী পানির বিল ও পৌরকর মেলার উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পৌরকর ও নিরূপণ স্থায়ী কমিটির সভাপতি শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, খালেদা জুয়েল, অর্পনা কর এসব কথা বলেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র বলেন, বিগত অর্থবছরে ইউজিপের লক্ষ্যমাত্রা ছিল ৮৫ শতাংশ পৌরকর আদায়। সেখানে হবিগঞ্জ পৌরসভা ৮৭ শতাংশ পৌরকর আদায় করেছে। বর্তমান অর্থবছরে তাদের দেয়া ৯০ শতাংশ লক্ষ্যমাত্রা হবিগঞ্জ পৌরসভা ছাড়িয়ে যাবে বলে মেয়র আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রকল্পের চাহিদা অনুযায়ী ইতিমধ্যে দরিদ্র মানুষের কর্মসংস্থান, আর্ত-মানবতার সেবায় ভূমিকা রাখা, নারীদের জন্য মাদার কর্ণার, ঘাটলা নির্মাণ ও অবকাঠামো উন্নয়নসহ নানাবিধ উন্নয়ন কাজ সম্পন্ন করেছে হবিগঞ্জ পৌরসভা। আসছে দিনগুলোতে অস্বচ্ছল মহিলাদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন অনুদান দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলা হবে। পৌরসভার নিজস্ব তহবিল দিয়েই পৌর এলাকার নাগরিকদের জীবনমান উন্নয়নে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করা হবে। গতকাল বুধবার পৌরভবনের হল রুমে দু’দিন ব্যাপী পানির বিল ও পৌরকর মেলার উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন পৌরকর ও নিরূপণ স্থায়ী কমিটির সভাপতি শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আবুল হাসিম, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, খালেদা জুয়েল, অর্পনা পাল ও ইউজিপ-৩ এর সমন্বয়কারী শাহীনুল হক। স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। পবিত্র কোরআন থেকে তেলওয়াৎ করেন মোঃ আব্দুল কাইয়ূম। মেলা উদ্বোধনের পর পৌরকর পরিশোধ করায় পৌরসভার পক্ষ থেকে কর নিররূপণ ও আদায় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি পৌর কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীমের হাতে সনদ তুলে দেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। অনুষ্ঠানে বৃন্দাবন কলেজের পক্ষ থেকে ৮ লাখ টাকা পৌরকর প্রদান করেন প্রধান সহকারী শাহ আব্দুল বশির। মেয়র মেলায় স্বতঃস্ফূর্তভাবে কর পরিশোধ করার জন্য পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে সাথে দুদিন ব্যাপী এ মেলায় সকল সরকারী, বেসরকারী করদাতাগণকে নিজ নিজ পানির বিল ও পৌরকর পরিশোধের আহ্বান জানান। তিনি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বুধ ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত পৌরভবনের হলরুমে করআদায় ও ব্যাংক বুথের মাধ্যমে বিশেষ রিবেট সুবিধাদি দিয়ে পৌরভবনে পানির বিল ও পৌরকর গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com