শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নবীগঞ্জে অগ্নিকাণ্ড ঘিরে রহস্য ! পরিবারের দাবি নাশকতার আগুন

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
  • ৭০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর শিবপাশা গ্রামের প্রয়াত ডাঃ বিহারী বাবুর বাড়ি নামে পরিচিত দিবাংশু শেখর দাশ রিন্টুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতামূলক। গৃহকর্তা দিবাংশু শেখর দাশ রিন্টু জানান, পরিবারকে ধংস করার জন্য পরিকল্পিতভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা গ্যাসের চুলা থেকে সূত্রপাত হয়নি উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার ১২টার দিকে ঘর তালাবদ্ধ করে পরিবারের সবাই শারদীয় দুর্গা পূজা উপভোগ করার জন্য করগাও ইউনিয়নের তাজপুর এলাকায় চলে যান। যাবার আগে ঘরের গ্যাস সংযোগ এবং বিদ্যুত লাইন বন্ধ করেন। অগ্নিকাণ্ডে দালান ঘরের ৪টি কক্ষসহ ঘরের ভিতরে থাকা স্বর্ণালংকার, দলিলপত্রাদি ও নগদ টাকাসহ মূল্যমান মালামাল ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি ধারণা করছেন। অগ্নিকাণ্ডের সময় বিদ্যুত ছিলনা এবং রান্নাঘরটির কোন ক্ষয়ক্ষতি হয়নি। ফলে বৈদ্যুতিক কিংবা গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে তিনি এক্সপ্রেসকে জানান।
তবে কিভাবে আগুনের সুত্রপাত ঘটলো এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিসের লোকজনও আগুনের সূত্রপাত সম্পর্কে সুষ্পষ্ট ধারণা দিতে পারেনি।
এ ব্যাপারে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ তৈয়বুর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় করা সম্ভব হয়নি। তবে রান্না ঘর অক্ষত এবং অগ্নিকাণ্ডের অনেক পূর্ব থেকেই বিদ্যুত ছিলনা বলেও তিনি জানান।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই রাতেই সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সাকের্ল এএসপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মেয়র ছাবির আহমদ চৌধুরী, ওসি এসএম আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করতে এলাকাবাসী  প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com