নবীগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ২৩ মার্চ আসন্ন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৯ দলের এক মতবিনিময় সভায় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু’র নাম ঘোষনা করেছে ১৯ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ১৯ দলের একক প্রার্থীর মনোনয়ন চুড়ান্ত করার লক্ষ্যে বিএনপি দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজায় নবীগঞ্জ উপজেলা ও পৌর ১৯ দলের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে সভার শুরুতে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, জমিয়ত নেতা মাওঃ রুহুল আমীন চেয়ারম্যান, জমিয়তের অপর অংশের নেতা মাওঃ আব্দুল বাছিত চেয়ারম্যান, খেলাফত মজলিশের সভাপতি হাফেজ খালিদ সাইফুল্লাহ চেয়ারম্যান ও সেক্রেটারী মাওঃ ফয়সল তালুকদার ভাইস চেয়ারম্যান পদে মাওঃ শাহ আলম, জামায়াতে ইসলামের নেতা মাওঃ আবু ছাইম ও জালাল উদ্দিন ভাইস চেয়ারম্যান ও জামায়াতের উপজেলা আমীর মাওঃ আশরাফ আলীর নাম প্রস্তাব করা হয়।
আলোচনার এক পর্যায়ে প্রার্থী মনোনয়নে সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার নেতৃত্বে ১৭ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়। সিদ্ধান্ত দেয়ার জন্য উপস্থিত সকল নেতৃবৃন্দ নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেন। পরে ১৭ সদস্য বোর্ড সর্ব সম্মতি ক্রমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুকে ১৯ দলের একক প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হয়।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নে আজ শুক্রবার সন্ধ্যায় বোর্ডের জরুরী সভায় প্রার্থীদের নিয়ে বৈঠক করে ১৯ দলের একক প্রার্থীর নাম ঘোষনা করা হবে বলে সভা সুত্রে জানা গেছে। সাবেক এমপি শেখ সুজাত মিয়ার নেতৃত্বে গঠিত বোর্ডের অন্যান্য সদস্যগণ হলেন বিএনপি নেতা আশিক মিয়া, আবুল হোসেন আজাদ, ইউপি চেয়ারম্যান মোক্তাদির চৌধুরী, ছালিক মিয়া, আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, রজব আলী, জামায়াত নেতা মাওঃ মোস্তফা আহমদ, ডাঃ সিফাত আলী, ছাদিকুর রহমান, জমিয়তের মাওঃ জয়নাল আবেদীন, মাওঃ নজমুল ইসলাম ছাদিক, আব্দুল কাদির হোসাইনি, মাওঃ ইনছাফুর রহমান চৌধুরী, খেলাফতের হাফেজ খালেদ সাইফুল্লা খান, মাওঃ ফয়সল তালুকদার। পরে ১৯ দলীয় জোট চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান সেফুকে নিয়ে শহরে একটি মিছিল বের করে।