শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

কাকে ভালোবাসবো? কেন ভালোবাসবো?

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬৭২ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ‘ভালোবাসা’ পারস্পরিক বন্ধন দৃঢ় করে, মজবুত করে। ভালোবেসে মানুষ একে অপরের পাশে থাকে। বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ে। তাই দুনিয়ার জীবনে পারস্পরিক ভালোবাসার গুরুত্ব অনেক। তবে, তথাকথিত অশ্লীল ও নোংরা ভালোবাসা কখনই সমর্থনযোগ্য নয়। ভালোবাসা কেবল আল্লাহর জন্যই হওয়া চাই। সামাজিক ও ধর্মীয় ব্যাপারে একে অপরকে ভালোবাসবো। বিপদে-আপদে তার পাশে থাকবো। ধর্মীয় অনুশাসনের ভেতরে থেকে জীবনকে উপভোগ করবো।
হাদিসে আছেÑ হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন, ‘আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালোবেসেছিলো তারা কোথায়? আজকের দিন আমি তাদেরকে আমার (আরশের) ছায়ায় আশ্রয় দিবো, যেদিন আমার (আরশের) ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই।’ [মুসলিম ও রিয়াজুস সালেহিন : ৩৮২]
আমরা ভালোবাসবো বাবা-মাকে। স্বামী-স্ত্রীকে। সন্তানকে। ভাই-বোনকে। তারচে’ও বেশি ভালোবাসবো নবী মুহাম্মদ সা. কে। হজরত আনাস রা. বলেন, আল্লাহর রাসুল সা. বলেছেন, ‘যার মধ্যে তিনটি গুণ রয়েছে, সে ঈমানের স্বাদ অনুভব করবে। ১. তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও রাসুল সা. প্রিয়তর হয়, ২. কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে, ৩. আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে।’ [বুখারি : ১৬, মুসলিম : ৪৩]
কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসা চাই। আবার কারও সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হলে তাও আল্লাহর জন্যই করা চাই। হজরত আবু হুরায়রা রা বলেন, রাসুল সা বলেছেন, ‘সাত শ্রেণির লোককে আল্লাহ তায়ালা তাঁর ছায়া দিবেন, যেদিন (বিচার দিবসে) তাঁর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ১. ন্যায়পরায়ণ শাসক, ২. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, ৩. সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত, ৪. এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। আল্লাহর জন্য উভয়ে মিলিত হয় এবং তাঁর জন্যই পৃথক হয়ে যায়, ৫. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তাঁর চক্ষু অশ্র“ বিসর্জন দিতে থাকে, ৬. এমন ব্যক্তি যাকে কোনো সভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি এবং ৭. সে ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তাঁর বাম হাত জানতে পারে না তাঁর ডান হাত কী দান করে।’ [বুখারি : ৬৬০, মুসলিম : ১০৩১]
দীনি কল্যাণের কারণে কাউকে ভালোবাসলে বা কাউকে ভালোলাগলেÑতাকে জানিয়ে দেয়া উচিত। হজরত আবু কারিম মিকদাদ ইবনে মাদীকারির রা. হতে বর্ণিত, নবী সা. বলেন, ‘যখন কোনো মানুষ তার ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।’ [তিরমিজি, রিয়াজুস সালেহীন : ৩৮৮]। এতে করে সেই লোকও আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করবে। তখন পরস্পর বন্ধন আর দৃঢ় হবে, মজবুত হবে।
তবে আমি কাকে ভালোবাসছি, কার সঙ্গে বেশি সময় কাটাচ্ছিÑ এসব বিষয় গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। কারণ, দুনিয়াতে আমি যাকে ভালোবাসবো, পরকালেও সে আমার সঙ্গী হবে। হাদিসে আছেÑ হজরত আবু মুসা রা. থেকে বর্ণিত, নবী সা বলেছেন, ‘মানুষ (দুনিয়াতে) যাকে ভালোবাসে (কিয়ামতে) সে তারই সাথী হবে।’ [রিয়াজুস সালেহিন : ৩৭২]। অতএব, বুঝে-শোনে ভালোবাসা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com