বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জের তাহিরপুর মাদ্রাসায় প্রবাসী সংবর্ধনা ও দাখিল শিক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ৫১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ উপজেলার তাহিরপুর নয়মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসার আজীবন দাতা সদস্য ৫ লন্ডন প্রবাসীর সংবর্ধনা ও ২০১৭ সালের দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মিলাদ মাহফিল গতকাল বেলা ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের বাংলা প্রভাষক মোঃ আলী আকবর ও সহকারী শিক্ষক মাওলানা হোসাইন আহমদ মওজুদীর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শাহ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মোজাহিদ আহমদ, মাদ্রাসার গভর্নিং বডির সাবেক সভাপতি কাজী ওবায়দুল কাদের হেলাল, সাবেক সহ-সভাপতি হাজী মোঃ মিরাশ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুল হান্নান, সাবেক মেম্বার মোঃ মহিতুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত মাদ্রাসার আজীবন দাতা সদস্য ৫ লন্ডন প্রবাসী আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম, আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ অনর উদ্দিন চৌধুরী জাহিদ, মোঃ আতাউর রহমান চৌধুরী সোহেল ও আলহাজ্ব মোঃ ছুরুক মিয়া। এছাড়াও এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সদস্য দিলাওর হোসেন চৌধুরী, মোঃ আব্দুল আজাদ, জাকির হোসেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আলতাফ উদ্দিন, গভনিং বডির শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল কাদির ও মাওলানা আনসারুল ইসলাম, দাখিল পরীক্ষার্থীদের অভিভাকদের মধ্যে বক্তব্য রাখেন শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল আউয়াল, মোঃ আবুল কাশেম আজাদ, দাখিল পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এমরান আহমদ, মামুনুর রশীদ ও তাহমীনা বেগম। আলীম শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন কফিল উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ক্বারী মোঃ ময়না মিয়া, লন্ডন প্রবাসী মোঃ কাউছার মিয়া, মোঃ আব্দুল আহাদ, মোঃ নূর মিয়া, মহরম আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান, নাত পেশ করেন মোঃ আব্দুল হালিম।
স্বাগত বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফজল হোসেন তালুকদার মাদ্রাসার প্রবাসী ভবনের তৃতীয় তলা নির্মাণের দাবী জানালে ৫ লন্ডন প্রবাসী আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম, আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ অনর উদ্দিন চৌধুরী জাহিদ, মোঃ আতাউর রহমান চৌধুরী সোহেল ও আলহাজ্ব মোঃ ছুরুক মিয়া সে দাবী বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। সংবর্ধিত অনর উদ্দিন চৌধুরী জাহিদ প্রবাসীদের সাথে নিয়ে মাদ্রাসায় ফাজিল ক্লাস চালুর ব্যপারে উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। তিনি মাদ্রাসায় ১ টি মাইক সেট প্রদানেরও আশ্বাস দেন। অপর সংবার্ধিত আলহাজ্ব মোঃ আব্দুল কাইয়ূম মাদ্রাসার লাইব্রেরীর জন্য ১ লাখ টাকার বই-কিতাব এবং ১টি স্টিলের আলমিরা দেয়ার আশ্বাস দেন। সংবর্ধিত মোঃ আতাউর রহমান চৌধুরী সোহেল মাদ্রাসায় ৫০টি চেয়ার প্রদানের ঘোষনা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিশিষ্ট সমাজ সেবক ডাঃ শাহ আবুল খায়ের বলেন, তাহিরপুর মাদ্রাসার সন্তোষ জনক ফলাফল অর্জনে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। যার ফলে প্রতিষ্ঠানটি জেলার শীর্ষে অবস্থান করছে। এ প্রতিষ্ঠানের কল্যাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব মোজাহিদ আহমদ বলেন, ছাত্র-ছাত্রীদের ভাল ফলাফল অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠে এলাকাবাসীর মুখ উজ্জ্বল করতে হবে। মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সভাপতি কাজী ওবায়দুল কাদের হেলাল বলেন, তিনি মাদ্রাসার সভাপতি থাকাকালে প্রবাসীদের অর্থায়নে ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের দুতলা সম্পন্ন হয়। এজন্য তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তৃতীয় তলা নির্মাণের জন্য সংবর্ধিত ৫ লন্ডন প্রবাসীর প্রতি দাবী জানান। সভাপতির বক্তৃতায় মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আব্দুল বাছিত চৌধুরী বলেন, মাদ্রাসার উন্নয়নে নয়মৌজা বাসীর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, মাদ্রাসার ফাজিল ক্লাস চালুর ব্যাপারে লন্ডন প্রবাসীসহ নয়মৌজা বাসীর সহযোগিতা প্রয়োজন। শিক্ষা ক্ষেত্রে তাহিরপুর মাদ্রাসা যে সাফল্য অর্জন করেছে তা ধরে রাখতে হবে। উল্লেখ্য, মাদ্রাসার আজীবন দাতা সদস্য আলহাজ্ব ক্বারী আব্দুস সালাম ৩২ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ১ তলা মসজিদ ভবন নির্মাণ করে দেন। এছাড়া মাদ্রাসা শিক্ষকদের কোয়ার্টার নির্মাণে আরও প্রায় ৮ লাখ টাকা দান করেন। মাদ্রাসার প্রবাসী ভবন নির্মাণে তার স্ত্রী আলহাজ্ব হাছিনা খাতুনেরও অবদান রয়েছে। মাদ্রাসার আজীবন দাতা সদস্য অনর উদ্দিন চৌধুরী জাহিদ ও প্রাবাসী মামুন চৌধুরী মাদ্রাসার ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট শিক্ষক কোয়ার্টার নির্মাণে প্রায় ১৮ লাখ টাকা দান করেন। প্রবাসী ভবন নির্মাণেও অনর উদ্দিন চৌধুরী জাহিদের অবদান রয়েছে। মাদ্রাসার আজীবন দাতা সদস্য মোঃ আতাউর রহমান চৌধুরী সোহেল মাদ্রাসার শিক্ষক কোয়ার্টারের ২য় তলা নির্মাণে ১৮ লাখ টাকা দান করেন। মাদ্রাসার আজীবন দাতা সদস্য আলহাজ্ব মোঃ ছুরুক মিয়া ৪ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনের ২য় তলা নির্মাণ করে দেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com