মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে’র মতবিনিময় অনুষ্ঠানে এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান ॥ প্রবাসী আয়ের যথাযত ব্যবহার নিশ্চিত করলে বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ হবে

  • আপডেট টাইম রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ৫০৬ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ দেশের যুব সমাজ, প্রাকৃতিক সম্পদ ও প্রবাসী আয়ের যথাযত ব্যবহার নিশ্চিত করলে বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ হবে। আমাদের দেশের মূল সমস্যা হলো দূর্নীতি ও সুশাসনের অভাব। আর এজন্যই আমরা আমাদের সম্ভাবনাময় যুব সমাজ ও প্রাকৃতিক সম্পদের যেমন সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারছি না। তেমনি পারছিনা প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের যথোপযুক্ত মূল্যায়ন। গত ২১ নভেম্বর সন্ধ্যায় পূর্ব লন্ডনের নিদা হাউসে হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে আয়োজিত যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলাবাসীর সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এ কথা বলেন।
সাবেক ছাত্রনেতা ও হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে’র সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামসুল ইসলাম মনজুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ক্যামডেনের সাবেক মেয়র ফারুক আনসারী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক যুক্তরাজ্যের স্কুল অব ওরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজের পিএইচডি গবেষক জহিরুল হক শাকিল, নবীগঞ্জ কল্যান সমিতির সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী, বর্ডার এজেন্সীর কর্মকর্তা সালাউদ্দিন তাহির, কমিউনিটি ব্যক্তিত্ব খোয়াজ চৌধুরী, সহিদুল আলম চৌধুরী বাচ্চু, হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে’র সহ-সভাপতি জালাল উদ্দিন, বাকী বিল্লাহ জালাল, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, আলমগীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা চৌধুরী নিয়াজুল বারী লিঙ্কন, জাহাঙ্গীর আলম, নিজামপুর কল্যান ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক অলিউর রহমান শাহীন, বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র সাধারন সম্পাদক খায়েরুজ্জামান জাহাঙ্গীর, একাউন্টেট ইমরুল চৌধুরী, মঈনুল ইসলাম, যুক্তরাজ্যের কমিউনিটি সংগঠক অজিত লাল দাশ, বৃন্দাবন সরকারী কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সালেহ আহমেদ, সাইফুল আলম হেলাল, শাহ ফয়েজ, জিয়া আহমেদ, কয়েস আহমেদ প্রমূখ।
মতবিনিময় সভায় এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান আরো বলেন, প্রবাসীরা কেবল দেশে বিনিয়োগ করেই নয় বরং দেশের বিভিন্ন সংকটে বিভিন্ন ইস্যুতে বিদেশের মাটিতে বসে জনমত তৈরী করতে পারেন। তিনি বাংলাদেশে বিশেষত হবিগঞ্জে প্রবাসীদের যেকোনো সংকটে পাশে থাকার অংগীকার ব্যক্ত করেন।
সভায় হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তার সম্মানে প্রদত্ত নৈশভোজে সবাই অংশ নেন। মত বিনিময়সভাটি এক পর্যায়ে যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জবাসীর মিলন মেলায় পরিনত হয়। চৌধুরী আশরাফুল বারী নোমান তার রাজনৈতিক জীবনের অনেক চরাই উৎরাইয়ের ঘটনাবলী প্রবাসী হবিগঞ্জবাসীর সাথে শেয়ার করলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com