শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাধবপুর শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বহিস্কার

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ৬৮২ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও বিদ্যালয়ে অনুপস্থিত থাকাসহ নানা অভিযোগে মাধবপুর উপজেলার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বহিস্কার করা হয়েছে। কেন তাকে চুড়ান্ত বহিস্কার করা হবে না মর্মে কারণ দর্শানোরও নোটিশ দেয়া হয়েছে। ১০ কার্য দিবসের মধ্যে এ ব্যাপারে দারণ দর্শাতে বলা হয়েছে।
গত ২০ সেপ্টেম্বর অনুষ্টিত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ম্যানেজিং কমিটির সভাপতি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহজাহানপুর ইউনিয়নের কোমলমতি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার একমাত্র মাধ্যম এ বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্টিত হয়। প্রতিষ্টার পর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টি যে পরিমাণ উন্নতি করার কথা ছিল তা হতে পারেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান যোগদানের পর থেকেই নিজের খেয়াল-খুশিমত স্কুল পরিচালনা করার পাশাপাশি সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক আবুল বাশার ও অফিস সহকারীর মাধ্যমে অর্থ আত্মসাৎ করেই যাচ্ছেন। এমন কি প্রধান শিক্ষকের হাতে ৫ হাজারের বেশী টাকার রাখার নিয়ম না থাকলেও তিনি ছাত্র-ছাত্রীদের বেতনের হাজার হাজার টাকা স্কুল ফান্ডে জমা না দিয়ে নিজের হাতে রাখেন এবং ভূয়া বিল ভাউছারের মাধ্যমে ওই টাকা আত্মসাৎ করে যাচ্ছেন। এমতাবস্থায় বিদ্যালয়ের শিক্ষার সুষ্টু পরিবেশ বজায় রাখার স্বার্থে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে এবং কেন তাকে চুড়ান্তভাবে বহিস্কার করা হবে না মর্মে ১০দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com