উদ্বোধন করলেন এমপি মুনিম চৌধুরী বাবুনবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন কেন্দ্রীয জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি। গতকাল মঙ্গলবার বিকালে সাড়ে ১৫ লাখ টাকা ব্যয়ে ১.২৯১ কিঃ মিঃ লাইনের ১০৬টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুতের সংযোগ এর আনুষ্টানিক উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি এমপি মুনিম চৌধুরী বাবু। এ উপলক্ষ্যে ষাটকাহন গ্রামের মোজাফর আলীর বাড়িতে উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন কুর্শি গ্রামের বিশিষ্ট মুরুব্বী আব্দুর রহিম চৌধুরী। উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব নিয়ামুল করিম অপুর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারিক, পল্লী বিদ্যুতের ডাইরেক্টার এডঃ ফারুক আহমদ, সফিউল আলম হেলাল, উপজেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা হেলাল আহমদ, জাপা নেতা শেখ সামছুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, যুব সংহতি নেতা নাসির চৌধুরী, তোফায়েল আহমদ ছায়েদ ও ছাত্রলীগ নেতা তুহিন চৌধুরী প্রমূখ।