বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে আলোচনা সভায় এমপি কেয়া চৌধুরী ॥ শেখ হাসিনার সরকার দেশ মাটি ও মানুষের কল্যাণে কাজ করছে

  • আপডেট টাইম শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬
  • ৪০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার দেশ মাটি ও মানুষের কল্যাণে কাজ করছে। আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রীর একটি বাড়ী একটি খামার প্রকল্পে অসহায় ভিটে মাটি হারানো লোকজন এর সুবিধা ভোগ করে স্বাবলম্বী হচ্ছেন। তাই আমাদের দেশ এখন নি¤œ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে দ্রুতগতিতে সারা দেশে কার্যক্রম এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের কারনে তথ্য প্রযুক্তির সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌছে গেছে। তিনি গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামে একটি বাড়ী একটি খামারের বহরমপুর গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ছাদিক মিয়ার সভাপতিত্বে ও বহরমপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি গোপাল সরকারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক ও গিতীকার এম মুজিবুর রহমান, ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ খালিছ মিয়া, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল, ডাঃ নিজামুল চৌধুরী, একটি বাড়ী একটি খামারের উপজেলা সুপারভাইজার নবরতœ দাশ, এস এম লিমন, বহরমপুর গ্রাম উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথি তার বক্তেব্যে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে প্রায় লক্ষাধিক টাকা ব্যয়ে জোয়ালভাঙ্গা একটি গভীর নলকুপ স্থাপনের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com