বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মানব পাচারকারীদের খপ্পরে পড়ে দক্ষিণ আফ্রিকায় নিহত কাওসার এলাহীর লাশ দেশে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলা সদরস্থ কাসিমুল উলুম মাদরাসা মাঠে নিহতের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবর পাচারকারীদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের পর তার মৃত্যু হয়। নিহতের পারিবারিক সূত্র জানায়, বাহুবল উপজেলা সদরস্থ হাসপাতাল এলাকার বাসিন্দা মরহুম মাওঃ আশিক এলাহীর পুত্র কাওসার এলাহী (২২) সম্প্রতি লন্ডন যাবার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর সে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে যাবার জন্য উদগ্রীব হয়ে উঠে। সম্প্রতি সে জালাল মিয়া নামে স্থানীয় এক দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিহত কাওসার ও উপজেলার ছোঁয়াপুর গ্রামের আব্দুর রউফ মেম্বারের পুত্র আশিকুর রহমান কাওসার সিলেটের হাজী শরিফ উদ্দিনের মালিকানাধিন তাজ ট্রাভেলস এন্ড ট্যুরস নামক একটি ট্রাভেলস এর মাধ্যমে জনপ্রতি ৬ লাখ টাকা চুক্তিতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার বন্দোবস্ত করে। গত ৫ অক্টোবর ঢাকা থেকে বিমানযোগে বোম্বে ও বোম্বে থেকে ইতোফিয়া এবং ইতোফিয়া থেকে মুজাব্বিকে যাত্রা করে তারা। পাচার হওয়া দলটিতে বাহুবলের কাওসার এলাহী ও আশিকুর রহমান কাওসার সহ মোট ১২ জন ছিল। দালালরা ১২ সদস্যের দলটিকে মুজাব্বিক থেকে বাইরুটে দণি আফ্রিকায় যায়। গত ৮ অক্টোবর তারা দক্ষিণ আফ্রিকায় পৌঁছে। ৯ অক্টোবর দালালদের মাধ্যমে খবর আসে কাওসার এলাহী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। ওই দিন রাতের বেলা দালালরা স্বীকার করে কাওসার এলাহী দক্ষিণ আফ্রিকায় মারা যায়।
গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের বাসায় গিয়ে দেখা যায়, লাশের জন্য অপেক্ষারত স্বজনরা শোকের মাতম করছেন। তাদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। নিহতের চাচা হাবিবুর রহমান (মকছুদ) মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, দালালদের দেয়া তথ্যমতে কাওসার এলাহী দক্ষিণ আফ্রিকা প্রবেশের সময় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছে। পরে আমরা বহু চেষ্টা-তদবির করে দক্ষিণ আফ্রিকাস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ‘সাবেরিক সিশতি সোসাইটি’ এর মাধ্যমে লাশ দেশে আনার ব্যবস্থা করেছি। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ইত্তেহাদ এয়ার লাইন এর একটি বিমানে তার লাশ ঢাকাস্থ হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। সেখানে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার পর রাত ১০টার দিকে লাশ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, শুক্রবার দুপুর আড়াইটায় স্থানীয় কাসিমুল উলুম মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।