স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত সাবরেজিস্টার অফিস বেহাল দশায় পরিণত হয়েছে। স্টাফরা রোদ, বৃষ্টি মাথায় নিয়ে তাদের কাজকর্ম করছেন। বহু বছরের পুরোনো সাবরেজিস্ট্রি অফিসটিতে আজ পর্যন্ত কোন সংস্কার হয়নি। ভবনের উপরের টিন, দেয়ালের সিমেন্ট ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই অফিসের ভেতরে পানি প্রবেশ করে কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারিরা জানান, কষ্টের মাঝে তারা এ অফিসে কাজ করছেন। অনেক জনপ্রতিনিধিগন আশ্বাস দিলেও এখন পর্যন্ত সংস্কারের কাজ হয়নি। সরেজমিনে গতকাল চুনারুঘাট থানার সামনে সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে এ বেহাল দশা দেখা যায়।