স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ ক্যান্সার আক্রান্ত আইয়ুব আলী নামে এক রোগীকে হবিগঞ্জ এডুকেশন এন্ড কালচারাল ওরগানাইজেসন ইউকে’র উদ্যোগে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮ টায় শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে আর্থিক সাহায্য প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ এডুকেশন এন্ড কালচারাল ওরগানাইজেসন ইউকে’র উপদেষ্টা ড. শাহ নেওয়াজ, সংগঠনের সভাপতি শামসুদ্দিন চৌধুরী ফয়সল, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, বিশ্বব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমেদ, ৯৫ ব্যাচের আহবায়ক ফখরুদ্দিন খান পারভেজ, দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বার্তা সম্পাদক শরীফ চৌধুরী, ৯৫ ব্যাচের সদস্য সচিব নাজমুল হক বাবু, বিনয় ভৌমিক বসু, মোঃ সামসুর রহমান, মাহমুদ আলম, আব্দুল মুহিত, সৈয়দ হুমায়ুন বখত, দৈনিক হবিগঞ্জ সমাচারের সিনিয়র স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, অপু আহমেদ রওশন প্রমুখ। আলোচনা সভা শেষে ক্যান্সার আক্রান্ত রোগীর হাতে অনুদানের আর্থিক সাহায্য তুলে দেয়া হয়।