বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ পুলিশ বক্স উদ্বোধন সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমের উদ্যোগে ॥ বিনা বিচারে ৩০ বছর পর কারাগার থেকে মুক্তি ফেলেন কনু মিয়া বিএনপির মতবিনিময় সভায় জি কে গউছ ॥ দেশের বিরুদ্ধে দলের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র থেমে নেই নবীগঞ্জের পাঞ্জারাই গ্রামের কৃতিসন্তান সামিন আহমেদের যুক্তরাজ্য থেকে বিএসসি অনার্সে ফাস্ট ক্লাস অর্জন ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংস করা যাবে না-সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জ শহরে ‘স্বাদ’-এর পদার্পণ: ঘরেই মিলবে প্রিমিয়াম খাবার এসএসসি পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যর্থতা দুঃখজনক -ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক শায়েস্তাগঞ্জে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি হৃদয় গ্রেফতার হয়নি নবীগঞ্জে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক বিদ্যালয়ে ফলজ চারা বিতরণ হবিগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বৃটিশ এমপি টিউলিপ সিদ্দীকির সম্মানে ওয়েলসের সোয়ানসী ও নিউপোর্ট শহরে সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ৫৩০ বা পড়া হয়েছে

মকিস মনসুর আহমদ, ইউকে ওয়েলস থেকে \ বৃটেনের ওয়েলসের সোয়ানসী ও নিউপোর্ট শহরে ২৫ জানুয়ারী বৃটেনের হ্যাম্পসটেড এন্ড কিলবার্ন এলাকার বৃটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দীক পৃথক পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন।
কাউন্সিলার সাইফুর রহমান মামুনের পরিচালনায় অ্যাভারএভন লেভার পার্টির উদ্যোগে সোয়ানসী টাওয়ার্স হোটেলে দুপুর ১ ঘটিকায় অনুষ্ঠিত চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি টিউলিপ সিদ্দীক এমপি ছাড়াও স্টাপহেন কিন্্ক এমপি, এসেম্বলী মেম্বার ডেভিড রিস ও কাউন্সিলার রবেট জনস বক্তব্য রাখেন।
এদিকে ওই দিন সন্ধ্যায় নিউপোর্ট লেবার পার্টি ও নিউপোর্ট বাংলাদেশ কমিউনিটির যৌথ উদ্যোগে ওয়াই এমসি হলে টিউলিপ রিজওয়ানা সিদ্দীক এমপির সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিটি লিডার ও রাজনীতিবিদ শেখ মোঃ তাহির উল­াহর সভাপতিত্বে এবং মহিলানেত্রী রুসনারা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন নব প্রজন্মের সন্তান সাদিয়া রহমান। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে নিউপোর্টের লেবার জেসিকা মর্ডান এমপি, ওয়েলস এসেম্বলী মেম্বার জন গ্রিফিগ্্স, কমিউনিটি লিডার ও রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান চৌধুরী এবং কাউন্সিলার আলী আহমদ বক্তব্য রাখেন। উভয় অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের প্রতি ধন্যবাদ জানিয়ে টিউলিপ সিদ্দীক এমপি লেবার পার্টির বিভিন্ন দিক তুলে ধরে নব-প্রজন্মের সন্তানদের বৃটিশ রাজনীতিতে আরও বেশী করে সম্পৃক্ত হওয়ার আহŸান জানান।
বৃটিশ এমপি টিউলিপ সিদ্দীক বাংলাটিভির ওয়েলস এম্বেসেডর সাংবাদিক মকিস মনসুর আহমদ এর এক প্রশ্নের জবাবে বৃটিশ ভিসা অফিস দিল­ী থেকে ঢাকার ফিরিয়ে আনার ব্যাপারে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন বলে উলে­খ করে বলেন, আমি জানি এজন্য মানুষের অনেক কষ্ট হচ্ছে। এই ক্যাম্পেইনে সবার সহযোগিতা করার আহŸান জানানোসহ তিনি ওয়েলসের আগামী এসেম্বলী নির্বাচনে সবাইকে লেবার পার্টির প্রার্থীর পক্ষে কাজ করার আহŸান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com