শনিবার, ১২ জুলাই ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

আজ সকাল ১১টায় আলীয়া মাদ্রাসা মাঠে জানাযা বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির নেতা হাজী শেখ রহমত আলীর ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩
  • ৪৫৭ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা ও জাতীয় পার্টির প্রবীণ নেতা অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট হাজী শেখ রহমত আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। গতকাল বুধবার বিকাল ৫টায় তিনি উপজেলা সদরের ইনাতখানী গ্রামের নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ২কন্যা, ৫পুত্র, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। তিনি বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শেখ জমির আলী, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শেখ নমীর আলী এবং অবসরপ্রাপ্ত পুলিশ হাবিলদার শেখ আমীর আলীর বড় ভাই। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বানিয়াচং আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুম মুক্তিযোদ্ধা হাজী শেখ রহমত আলী ১৯৯৯ সালে বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখার জন্য আত্মীয়-স্বজন, এলাকার বিশিষ্টজন, দলীয় নেতা-কর্মীসহ জনতার ঢল নামে। আত্মীয়-স্বজন ছাড়া উল্লেখযোগ্যদের মধ্যে যারা তার লাশ দেখতে ছুটে যান তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র চেয়ারম্যান মিজানুর রহমান খান, ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান, ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউপির চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ খালেক, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, পজীপ চেয়ারম্যান এমএ হায়দার, বিআরডিবি’র চেয়ারম্যান ইমরান মিয়া, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি গৌরাঙ্গ সরকার, সাধারণ সম্পাদক দুদু মিয়া, সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়া, জেলা যুব সংহতি’র সদস্য পিয়ানুর আহমেদ হাসান ও নাসিম আহমেদ জামাল, উপজেলা যুবলীগের নেতা শাহজাহান মিয়া, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফ সোহেল উপজেলা যুব সংহতি’র নেতা ছিদ্দিক আলী প্রমূখ।
হাজী শেখ রহমত আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডঃ আব্দুল মজিদ খান, মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র পান্ডে, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা আঙ্গুর মিয়া, সাংবাদিক মোশাররফ হোসাইন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি এডঃ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হক মামুন, বাসদের আহবায়ক কমরেড লোকমান আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মুকিত লস্কর, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পলাশ, উপজেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান তারেক, উপজেলা ছাত্রইউনিয়নের সংগঠক আজহার উদ্দিন শিমুল প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com