শনিবার, ২৪ মে ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

নবীগঞ্জে “ওপেন হাউজ ডে” সভায় পুলিশ সুপার ॥ অপরাধ দমনে পুলিশ-জনতাকে একযোগে কাজ করতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫
  • ৫০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে। দায়িত্ববোধ সমাজসেবার অন্যতম নিয়ামক শক্তি। সামাজিক শৃঙ্খলায় এর বিকল্প নেই। ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে রুখে দাড়াতে হবে। ঘুষ দেয়া আর গ্রহণ করা সমান অপরাধ। মিথ্যা মামলা এবং অপরাধ দমনে পুলিশ ও জনতাকে একযোগে কাজ করতে হবে। তা হলেই সুফলতা আসবে। তিনি ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার আহবান জানান। গতকাল দুপুরে নবীগঞ্জ থানা কমপ্লেক্সে আয়োজিত ওপেন হাউজ ডে সভায় তিনি এসব কথা বলেন। নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খাঁেনর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, এএসপি সাজেদুর রহমান, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন (বীরপ্রতিক), জাপা আহ্বায়ক শাহ খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, পুলিশিং কমিটির সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সাধারন সম্পাদক সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, দিলাওর হোসেন, মেহের আলী মহালদার, মোঃ ছাইম উদ্দিন, নজরুল ইসলাম, হাজী মুক্তাদির চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাস রানা প্রমুখ।
সভায় পুলিশ সুপার বড় ভাকৈর ইউপির ভাকৈর গ্রামের আহত আজাদের ঘটনার আসামীদের গ্রেফতারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। চৌকি গ্রামে হত্যাকান্ডের বিষয়ে বলেন, দৌলতপুর গ্রামের জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে। নিরাপরাধীরা কোন প্রকার হয়রানীর শিকার হবে না বলে আশ্বাস প্রদান করেন। এর আগে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র থানার পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। এছাড়া হাতে ঝাড়– নিয়ে পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com