শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

মহাসড়কে সিএনজি চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে ॥ পুটিজুরীতে বিশাল শ্রমিক সমাবেশ সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধের হুশিয়ারী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৪০০ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকা-সিলেট মহা-সড়কের বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে বিশাল সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা অটোরিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন। কয়েক হাজার শ্রমিকের স্বতস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশে ৪৮ ঘন্টার মধ্যে মহা-সড়কে সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হয়েছে। অন্যথায় সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করা সহ কঠোর আন্দোলনের হুসিয়ারী উচ্চারণ করা হয়। সমাবেশে আগামী ৯আগষ্ট হবিগঞ্জ কালেক্টরেট ভবনের সামনে নিমতলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
c.n (1)গতকাল বুধবার দুপুর ২টার দিকে পুটিজুরীতে হবিগঞ্জ জেলা অটোরিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে হাজার হাজার  সি.এন.জি শ্রমিক অংশ গ্রহন করেন। শ্রমিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।
হবিগঞ্জ জেলা অটোরিকশা অটো-টেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহ আশরাফ উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিফু’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রমিক নেতা মুদ্দত আলী, হবিগঞ্জ জেলা সি.এন.জি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, জেলা এলডিপি সভাপতি সৈয়দ খলিলুর রহমান, হবিগঞ্জ সদর সিএনজি শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি এডঃ মর্তুজ আলী, সহ-সভাপতি আবু হাসিব খান চৌধুরী পাবেল, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও আজমিরীগঞ্জের সভাপতি শরফি চৌধুরী, বানিয়াচঙ্গের সভাপতি সাহেদ মিয়া, উমেদনগর আঞ্চলিক শাখার সভাপতি আবদাজ হোসেন বাবুল, পাইকপারার সাভাপতি-কাজল মিয়া, নবীগঞ্জ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইমামবাড়ি সভাপতি নুরুল আমিন, গুনুই সভাপতি আব্দুল কালাম, আউশকান্দির সভাপতি দিলখুশ মিয়া, শায়েস্তাগঞ্জের রজব আলী, শফি আহমেদ চৌধুরী, শ্রমিক নেতা আয়াত আলী, আলাল মেম্বার প্রমুখ।
সভা চলাকালে শ্রমিক-মালিকদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশ স্থল।
এ সময় সবকটি রুট কার্যত সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীদের মাঝে চরম দুর্ভোগ নেমে আসে। বাধ্য হয়ে লোকজনকে হেটে বিভিন্ন স্থানে যাতায়াত করতে দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com