মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক বেশিরভাগ ভেঙে খানা-খন্দকে পরিণত হয়েছে। শুধু পিস নয়, অনেক জায়গায় পাথর, খোয়া ও বালি পর্যন্ত উঠে গেছে। রাস্তায় রাস্তায় অসংখ্য গর্ত। বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে দিনদিন ভেঙ্গে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। সরেজমিন ঘুরে দেখা যায়, গত বর্ষা মৌসুমে রাস্তাটির অধিকাংশ অংশে গর্তের সৃষ্টি হয়। জোড়া তালি দিয়ে এগুলো মেরামত করা হলে কিছু দিন যেতে না যেতেই আবারও বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে ছোট বড় কয়েক হাজার যানবাহন চলাচল করছে ঝুকির মধ্য দিয়ে। বানিয়াচং ভায়া জলসুখা পর্যন্ত রাস্তার দুপাশে বড়বড় প্রায় ৭০টিরও বেশী ভাঙ্গন দেখা দিয়েছে। যার ফলে এক গাড়ী অন্য গাড়ীকে সাইট দিতে গিয়ে প্রায়শই ঘটছে দূর্ঘটনা। বর্ষা মৌসুম হওয়ায় এ ভাঙ্গনগুলো আরো ভয়াবহরূপ ধারণ করছে। একটু বৃষ্টি হলেই ওই সকল গর্ত বড় হয়ে যান চলাচলে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। বানিয়াচং আজমিরীগঞ্জ দুই উপজেলার যাতায়াতের জন্য একমাত্র ভরসা এই রাস্তাটির ভঙ্গুর অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে ওই রাস্তায় চলাচলকারী যাত্রী আতাউর রহমান বলেন, এই রাস্তায় চলাচল করতে আমাদের খুব ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তার বেহালদশা দীর্ঘদিনের। এই ভঙ্গুর রাস্তার করুনদশা দেখার যেন কেউ নেই। অসংখ্য জায়গায় খানা-খন্দকের সৃষ্টি হয়েছে এতে করে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। যাত্রী তোফাজ্জ্বল মিয়া বলেন, জরুরী সময় রোগীদের চিকিৎসা দেয়ার জন্যও যাতায়াতের এই সড়ক যেন মরণফাদেঁ পরিণত হয়েছে। এখনই রাস্তার ভাঙ্গনগুলো মেরামত করা না হলে আরো ভয়াবহ দূর্ভোগ পোহাতে হবে ওই রাস্তায় চলাচলকারী যাত্রী সাধারণকে। কলেজের ছাত্র সুজন মিয়া বলেন, রাস্তার এ সমস্যাগুলো দীর্ঘদিনের কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেই। যাতায়াতে খুব কষ্ট পোহাতে হয়। প্রদীপ, মহিবুর ও মঈনউদ্দিনসহ অনেকেই বলেন, একটু বৃষ্টি হলেই রাস্তাটি ভয়ংকর রূপ ধারণ করে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত সপ্তাহে একটি অটোরিক্সা উল্টে রাস্তার পাশে ছিটকে পড়ে এতে শিশু, মহিলাসহ আহত হয় প্রায় ৮ জনের উপরে। এরকম দৃশ্য এখন প্রতিদিনের। সড়কগুলো বেশি ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ইতিমধ্যে যাত্রী সাধারনের দূর্ভোগের দৃশ্য দেখে হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন’র সাথে আলাপ করে দ্রুত সময়ের মধ্যে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কটি চলাচলের উপযোগি করে তুলতে বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ সাখাওয়াত হাসান জীবন অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে হবিগঞ্জের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন জানান, ২০১৭ সালে ১শ’ ১৬ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ এ সড়কের নির্মাণ কাজ সমাপ্ত করে। এরপর সড়কটি সংস্কারের প্রয়োজনে টেন্ডারও করা হয়। কিন্তু আগস্ট মাসে দেশে অস্থিতিশীল অবস্থার কারণে কোনো ঠিকাদার ঝুঁকি হবে ভেবে দরপত্র দাখিল করেননি। তবে দ্রুতসময়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।