নবীগঞ্জ প্রতিনিধি ॥ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে নিহত হয়েছেন নবীগঞ্জ উপজেলার সংঘর্ষের গুরুতর আহত রিমন মিয়া (৩০)। তাকে মর্মান্তিক ভাবে মারা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আনমনু গ্রামের মানুষের মধ্যে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার আনমনু গ্রামের সহজ সরল মানসিক রোগী প্রতিদিন আনমনু কবর স্থানে গিয়ে তার মায়ের কবরের পাশে বসে কিছু সময় কাটাতেন ও জিয়ারত করে বাড়ি ফিরতেন। তার ভাই বিধু জানান, গত ৭ জুলাই বিকাল ৩ টা থেকে ৪টা মধ্যে সে আনমনু গ্রামের কবর স্থানে মায়ের কবর জিয়ারত অবস্থায় ছিলেন। হঠাৎ একদল লোক এসে রিমনের উপর হামলা করে তাকে ব্যাপক মারপিট করে। পরে সংঘর্ষ থামলে আনমনু গ্রামের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে ৫ দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭ টায় তিনি মৃত্যু বরণ করেন।