ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সংঘর্ষের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় রিমন মিয়া (৪০) নামে একজনের মৃত্যুর খবরে নবীগঞ্জ শহরে ফের থমথমে অবস্থা বিরাজ করছে। স্থগিত করা হয়েছে নবীগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের পূর্বনির্ধারিত জরুরি সভা। বিভিন্ন এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। গতকাল শনিবার (১২ জুলাই) রাত ৯টার দিকে নবীগঞ্জ শহরে মানুষের আনাগোনা কমে আসে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে তিমিরপুর গ্রামের খসরু মিয়া তালুকদারের সঙ্গে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার কথাকাটাকাটি হয়। এরপর যুবলীগ নেতা আশার পক্ষে আনমনু গ্রামের লোকজন তিমিরপুর গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জেরে শুক্রবার (৪ জুলাই) রাতেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) দুপুরে পূর্ব তিমিরপুর ও চরগাঁও গ্রামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আনমনুসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজন। বিকেল সাড়ে ৬টা পর্যন্ত চলা এই সংঘর্ষে পূর্ব তিমিরপুর গ্রামের ফারুক মিয়া নামে এক ব্যক্তি নিহত হন এবং দেড় শতাধিক মানুষ আহত হন। এ সময় বেসরকারি ইউনাইটেড হাসপাতালসহ শহরের অন্তত ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় এবং ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আনমনু গ্রামের রিমন মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রিমনের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়। সোমবার বিকেল ৪টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত নবীগঞ্জ শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার রাত ৮টায় নবীগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ব্যবসায়ী ও সর্বসাধারণকে নিয়ে জরুরি সভা আহ্বান করা হয়। তবে রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রিমন মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। মার্চেন্ট এসোসিয়েশনের পূর্বনির্ধারিত সভাস্থল গোল্ডেন প্লাজায় মানুষ জড়ো হলেও তাৎক্ষণিকভাবে সভাটি স্থগিত করা হয়। রাত সাড়ে ৮টার পর থেকে নবীগঞ্জ শহরে মানুষের আনাগোনা কমতে শুরু করে এবং বাজারে থমথমে অবস্থা বিরাজ করে। রাত ৯টার পর নবীগঞ্জ শহরে মানুষের আনাগোনা কমে যাওয়ায় শহর নিস্তব্ধতায় পরিণত হয়। অন্যদিকে রাত ১০টার পর নবীগঞ্জ শহর ও আশপাশের গ্রামে পুলিশকে টহল দিতে দেখা যায়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান রিমন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”