বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শনের ইফতার মাহফিলে এমপি আবু জাহির ॥ হবিগঞ্জকে এগিয়ে নিতে ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির বলেছেন, ‘বর্তমান ডিজিটাল যুগে ইলেক্ট্রনিক মিডিয়ার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে পিছিয়ে পড়া হবিগঞ্জকে এগিয়ে নিতে এই ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছে। হবিগঞ্জ এখন আর অবহেলিত নয়, সাংবাদিকদের সহযোগিতায় হবিগঞ্জ এখন অনেক দূর এগিয়েছে। তিনি বলেন, ‘গাজীপুরের পরই হবিগঞ্জ একটি শিল্পোন্নত জেলায় পরিণত হয়েছে। মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির উপরোক্ত কথাগুলো বলেন।
গত ১৪ জুলাই মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সভাপতি রাসেল চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, রেডক্রিসেন্ট হবিগঞ্জ জেলা ইউনিটের সেক্রেটারি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। বক্তব্য রাখেন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর ডেপুটি গভর্নর ডাঃ জমির আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট দন্ত চিকিৎসক ও রাজনীতিক ডাঃ আহমদুর রহমান আবদাল, জেলা ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান, হবিগঞ্জ মটর মালিক গ্র“পের সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায়, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ইটালিস্থ হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সভাপতি ইসলাম সিজিল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাত সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জাহির, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম, টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি হেমায়েত আলী খান, অপু চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সহ-সভাপতি আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, জেলা জাসাদের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, মানবকন্ঠের জেলা প্রতিনিধি পাভেল খান চৌধুরী প্রমুখ। ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াত করেন এস এ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, বিশিষ্ট কবি তাহমিনা বেগম গিনি, তরফবার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, আয়না সম্পাদক রাশেদ খান, লোকালয় বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এমদাদুল ইসলাম সোহেল, টিভি জার্নালিস্ট এসোসিয়শনের সাবেক সভাপতি আলমগীর খান, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারি লস্কর, স্বদেশবার্তার নির্বাহী সম্পাদক মুজিবুর রহমান, টিভি জার্নালিস্ট এসোসিয়শনের প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল সাদাত মুক্তা, সৈয়দ এখলাছুর রহমান খোকন, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা ইনচার্জ আশরাফুল ইসলাম কোহিনুর, জেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি এম এ ওয়াহেদ, সদর থানার তদন্ত ওসি বিশ্বজিত দেব, মাই টিভির জেলা প্রতিনিধি মোশাহিদ আলম, যায় যায় দিনের জেলা প্রতিনিধি প্রদীপ দাস সাগর, দৈনিক সমাচারের নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, মোহনা টিভির জেলা প্রতিনিধি শানু মিয়া, অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন হবিগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজু আলী, মিলিনিয়াম টিভির জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সুরুজ আলী, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার জাকারিয়া চৌধুরী, এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ, সমাচারের স্টাফ রিপোর্টার নিরঞ্জন গোস্বামী শুভ প্রমুখ। ইফতার মাহফিলে এমপি আবু জাহির হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের জন্য ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com