স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুরাতন খোয়াই নদীর ভূমি চিহ্নিতকরণ শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা প্রশাসন এ কার্যক্রম শুরু করে।
প্রকাশ, মাছুলিয়া থেকে কামড়াপুর পর্যন্ত নদীর অধিকাংশ জায়গা ভূমি দস্যুরা দখল করে রেখেছে। দিনে দিনে তারা মাটি ভরাট করে দখলে নিয়ে বাসা-বাড়ি, দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়ে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দখল প্রতিযোগিতায় রয়েছে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার ক্ষমতাবান ব্যক্তিরা। বিভিন্ন সময় প্রশাসন নদীর ভূমি চিহ্নিত করতে মাপঝোক করলে এসব প্রভাবশালী দৌড়ঝাপ শুরু করে। দখল বজায় রাখতে আইনের ফাঁকফুকর আদালতে ব্যবহার করে প্রশাসনকে বেকায়দায় ফেলে। এতে একদিকে যেমন সরকার জলাশয় লিজ দেয়ার মাধ্যমে বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে অন্যদিকে মহামূল্যবান এ ভূমিও হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় দীর্ঘদিন ধরে নদীটি রক্ষায় বিভিন্ন সংগঠন আন্দোলন করলেও এক পর্যায়ে তা এসে থমকে দাড়িয়েছে। শেষ পর্যন্ত নদী রক্ষা আন্দোলনের হাল ধরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটি দফায় দফায় মানববন্ধন, সভা, সমাবেশ করার পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে বৈঠক করেছে। দেয়া হয়েছে স্মারকলিপি। এরই প্রেক্ষিতে সম্প্রতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিকের নেতৃত্বে প্রশাসনের একটি দল নদীটি পরিদর্শন করে। গতকাল রবিবার শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে নদীটি সীমানা চিহ্নিতকরণ অভিযান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দিলীপ কুমার বণিক, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক সুলতান আলম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল কায়সার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম, বাপা জাতীয় পরিষদ সদস্য তোফাজ্জল সোহেল, বাপা সদস্য এডঃ বিজন বিহারী দাশ, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর নূর হোসেনসহ জেলা ও সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা।