বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নবীগঞ্জে ৩৭ গ্রামবাসীর প্রতিবাদ সভা ॥ চেয়ারম্যান খালেদের বিরুদ্ধে এন্তার অভিযোগ ॥ অপসারণ দাবী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে ৩৭ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তার বিরুদ্ধে বে-আইনী প্রক্রিয়ায় হোল্ডিং ট্যাক্স আদায়, এমপিওভুক্ত প্রতিষ্ঠান সৈয়দ আজিজ-হাবিব উচ্চ বিদ্যালয়ের নামে লাখ লাখ টাকা চাঁদাবাজী, অতিরিক্ত ভর্তি ফিসহ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্বব্যবহার এবং অত্র প্রতিষ্ঠানকে কলেজ হিসেবে অনুমোদনের প্রক্রিয়া ভন্ডুল করে ইউনিয়নবাসীকে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা, একযুগ ধরে নির্বাচনবিহীন ম্যানেজিং কমিটির পদবী এবং স্থানীয় বাংলাবাজার কমিটির নিয়ন্ত্রণ ও দৈননন্দিন হাজার হাজার টাকা চাঁদাবাজী, মসজিদ ও মক্তবের টাকা আত্মসাত, অবৈধ প্রক্রিয়ায় বাংলাবাজারের মালিকানাধীন ভূমি জালিয়াতির মাধ্যমে বিক্রি করে কয়েক লাখ টাকা আত্মসাত, ইউনিয়ন কমপ্লেক্স সাজ-সজ্জার নামে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ করেন উপস্থিত ব্যক্তিগণ।
গতকাল সোমবার বিকালে ইউনিয়নের তিন তালাব নামক স্থানে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের খনকারীপাড়া গ্রাম আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ৮ মৌজার বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব আবদুস সাত্তার। থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপনের পরিচালনায় বক্তব্য দেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, শহরের বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ্ব মদব্বির হোসেন চৌধুরী মত্তকি মিয়া, নবীগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি আবদুল গফুর চৌধুরী, পল্লী বিদ্যুতের সাবেক পরিচালক খলিলুর রহমান চৌধুরী দুদু, উপজেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, পৌর বিএনপির সেক্রেটারী নাজমুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবু ইউছুফ, যুবলীগের কেন্দ্রীয় সদস্য আবদুল মুকিত চৌধুরী, আওয়ামীলীগ নেতা মাষ্টার আবদুল মজিদ, যুবলীগ নেতা আব্দুল বাছিত চৌধুরী, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, নবীগঞ্জ মডেল হাই স্কুলের অধ্যক্ষ মোঃ আমির উদ্দিন, নবীগঞ্জ ফিউচার গ্র“পের এমডি সোহেল আহমদ, বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব মোঃ ফুরুক মিয়া, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জু দেব, যুবলীগ নেতা জগলু চৌধুরী, আব্দুর রশিদ, আরজু মিয়া প্রমূখ।
সভায় আরজু মিয়া নামে এক ব্যক্তি চেয়ারম্যান কর্তৃক নির্যাতিত হওয়ার বিবরণ তুলে ধরে জনতার কাছে উক্ত চেয়ারম্যানের বিচার দাবী করেন। সমাবেশে বক্তারা চেয়ারম্যান সৈয়দ খালেদ এর বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম এবং দুর্নীতির অভিযোগ ও সন্ত্রাসের গডফাদার উল্লেখ করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে অপসারণ দাবি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com