মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

নবীগঞ্জের ডিড রাইটার বিভূ আচার্য্যরে বিরুদ্ধে ব্যবসায়িক পার্টনারের মামলা ॥ ২৫ লাখ টাকা ব্যাংক ঋণ পরিশোধ না করে হুমকি প্রদর্শনের অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৪০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিসের ডিড রাইটার বিভু আচার্য্যরে বিরুদ্ধে যৌথ ব্যবসা প্রতিষ্ঠানের পুঁজি আত্মসাতের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট-২ ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত হবিগঞ্জে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের মৃত বিনয় ভূষন আচার্য্যরে পুত্র বিভূ আচার্য্য একই উপজেলার ছোট সাকুয়া গ্রামের মুকিম আলীর পুত্র আব্দুল ওয়াহিদ, বড় ভাকৈর গ্রামের মাসুম চৌধুরী সম্মিলিতভাবে একতা ট্রেডার্স নামে একটি ধান চাউলের আড়তের ব্যবসা শুরু করেন। সর্ব-সম্মতিক্রমে ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সাব-রেজিষ্ট্রার অফিসের ডিড রাইটার বিভূ আচার্য্যরে নামে পৌর সভা থেকে গ্রহন করা হয়। ব্যবসা পরিচালনার কিছুদিনের মধ্যে ব্যবসাকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে আরো পুঁজি খাটানোর প্রয়োজনীয়তার কথা বলে বিভূ আচার্য্য তার ব্যবসায়িক পার্টনার আব্দুল ওয়াহিদের মালিকানাধীন ভূমি তাদের যৌথ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের বিপরীতে প্রাইম ব্যাংক নবীগঞ্জ শাখায় বন্ধক দিয়ে ব্যাংক থেকে ২৫ লাখ টাকা ঋণ উত্তোলন করে। এসময় বিভূ আচার্য্য ব্যাংকে দাখিলের জন্য আব্দুল ওয়াহিদের নিকট থেকে ৭৫ টাকা মূল্যমানের ৪টি স্ট্যাম্প, ১০০ টাকা ও ৫০ টাকা মূল্যমানের ২টি করে ৪টি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং তার ৬টি পাসাপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড ও তার অপর ব্যবসা প্রতিষ্ঠান আব্দুল ওয়াহিদ ভেরাইটিজ ষ্টোরের ট্রেড লাইসেন্সের ফটোকপি নেয়। কিন্তু বিভূ আচার্য্য ব্যাংক থেকে উত্তোলিত ঋণের ২৫ লাখ টাকা তাদের যৌথ ব্যবসা প্রতিষ্ঠানের বিনিয়োগ না করে তার ও তার স্ত্রী’র নামে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা ক্রয় এবং ব্যক্তিগত কাজে ব্যয় করেন। ফলে ব্যবসা প্রতিষ্ঠানটি দিনদিন লোকসানের মুখে পড়ে ধ্বংস হয়ে যায়। সে ব্যাংকের ঋণ পরিশোধের শর্ত মোতাবেক কিস্তি পরিশোধ করেনি। ফলে ব্যাংক থেকে উত্তোলনকৃত অর্থ পরিশোধ না করায় ব্যবসায়ীক পার্টনার আব্দুল ওয়াহিদের কোটি টাকা মূল্যের প্রায় ১৫ শতক বন্ধকী ভূমি সংশ্লিষ্ট ব্যাংক বিক্রির জন্য লিগ্যাল নোটিশ প্রেরণ করে। আব্দুল ওয়াহিদ লিগ্যাল নোটিশ সহ তার ব্যবসায়ীক পার্টনার বিভূ আচার্য্যরে বাড়ীতে গেলে বিভূ আচার্য্য উল্টো তাকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হত্যার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এব্যপারে নিরূপায় হয়ে আব্দুর ওয়াহিদ বাদী হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট-২ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত হবিগঞ্জে পৃথক ২টি  মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com