শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১ এপ্রিল, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্যে গতকাল অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা। এতে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ জেলা সমন্বিত কার্যালয় এর উপ-পরিচালক আবুল হোসেন, বানিয়াচং উপজেলা পরিষদ এর চেয়ারম্যান শেখ বশীর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, কৃষি কর্মকর্তা মোস্তাফা ইকবাল আজাদ, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সদস্য সচিব মাওলানা মোবাশ্বির আহমেদ, সদস্য ডাঃ আবু তাহের, শিক্ষক আবু ইউসুফ।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গত ২৬ মার্চ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করে এর অংশ হিসেবে আজ সকাল ১১টায় রতœা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com