বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত শতাধিক পরিবারের ৫৫ একর ভূমি লীজ নিয়ে বিরোধ ॥ সাতাইহাল পূর্বপাড়া সমিতি ও শ্রীমঙ্গল টি স্টেটের লোকজনের মধ্যে উত্তেজনা ॥ সংঘর্ষের আশঙ্কা বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ১২ বছর ॥ ইলিয়াস আলীর জন্য দোয়া চাইলেন তাহসিনা রুশদীর লুনা নবীগঞ্জে লটারির মাধ্যমে হারভেস্টার মেশিন বিতরণের তালিকা নির্ধারণ চুনারুঘাটে বিপুল পরিমাণ মাদকসহ বিক্রেতা গ্রেপ্তার বৈশাখী ঝড়ে লন্ডভন্ড জেলা ॥ বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশসহ আহত ১৫ বৃন্দাবন কলেজের শিক্ষকের বাসায় চুরি ॥ মালসহ আটক ২ বানিয়াচংয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি

বানিয়াচঙ্গের আভ্যন্তরীন পাকা সড়কগুলোর বেহাল অবস্থা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫
  • ৪৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের বড়বাজার তাম্বুলীটুলা হতে ৫/৬নং বাজার পর্যন্ত এবং কাস্টগড় থেকে বালিকা স্কুল ভায়া এলআর সরকারী উচ্চ বিদ্যালয় ও দোকানটুলা থেকে বাবুরবাজারসহ বিদ্যাভূষনপাড়ার সংলগ্ন পাকা রাস্তাগুলো বেহাল দশা দীর্ঘদিন ধরে। পানি নিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এসব রাস্তা নির্মাণের কিছু দিনের মাথায়ই পানি আটকে ডেমেজ হয়ে কার্পেট ও ম্যাকাডমে ভাঙ্গন ধরে। দিনে দিনে এই ভাঙ্গন অসংখ্যা খানা-খন্দকে পরিণত হয়ে চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। এসব রাস্তা দিয়ে প্রতিদিন হাজার মানুষজন ছাড়াও সুফিয়া মতিন মহিলা কলেজ, এলআর সরকারী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, মহারতœাপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, শাহজালাল ও সুশাঈম কেজি স্কুলের হাজার হাজার কোমলমতি ছাত্রছাত্রী যাতায়াত করে থাকে। এ সময় রিক্সা ও ছাত্র বহনের ভ্যানগাড়ী উল্টে পড়ে অহরহ দূর্ঘটনা ঘটে থাকে। আর এসব রাস্তা দিয়ে চলাচলে বিব্রত বোধ করেন সাধারণ মানুষ। এলজিইডিতে তাৎক্ষনিকভাবে মেরামতের কোন ব্যবস্থা না থাকায় এসব ভঙ্গুর রাস্তা একেবারেই বিনষ্ট হয়ে যাচ্ছে। টেন্ডার এর মাধ্যমে পুনরায় রাস্তা সংস্কার করা হলেও নিম্নমানের কাজের ফলে বছর ঘুরতে না ঘুরতেই ওই রাস্তাগুলোতে আবারও ভাঙ্গন ধরে। রাস্তা নিয়ে ভেলকিবাজী এখন ওপেন সিক্রেট। এ ব্যাপারে এলাকার বাসিন্দারা এ প্রতিনিধিকে জানান, বৃষ্টির দিন এলেই রাস্তাগুলোতে পানি জমে থাকে। পায় হেটে চলাফেরা করতে চরম দূর্ভোগ পোহাতে হয়। পানি নিষ্কাশনে ড্রেনেজ সুবিধা বৃদ্ধি না করা হলে এসব রাস্তা টেকশই হবে না। একদিকে গড়বে অন্য দিকে ভাঙ্গবে। জনস্বার্থে দ্রুত এ রাস্তাগুলো মেরামতের জোর দাবী জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com