শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ পৌরসভার ৩ বছর পূর্তি অনুষ্ঠানে এমপি আবু জাহির মেয়রের সাহসী উদ্যোগের কারনেই কোটি কোটি টাকার সম্পদ উদ্ধার সম্ভব হয়েছে হবিগঞ্জে স্টেকহোল্ডারগনের সমন্বয়ে বিভাগীয় কমিশনারের অবহিত করণ সভা খোশ আমদেদ মাহে রমজান কদমচাল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬ লন্ডনস্থ নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের ইফতার মাহফিল মাধবপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশটিভির প্রতিনিধি আমির হামযার মোটর সাইকেল চুরি বানিয়াচংয়ে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জনকল্যাণ ট্রাস্ট এন্ড ফ্যামেলি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার মাহফিল

সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় মেয়র জি-কে গউছ ॥ মিডিয়া সক্রিয় থাকার কারনে আজান দিয়ে দুর্নীতি হয় না

  • আপডেট টাইম রবিবার, ১৯ অক্টোবর, ২০১৪
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে স্থানীয় সরকার সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লোকাল গভর্নেন্স জার্নালিজম ডেভেলপমেন্ট ফোরাম (লগোজ) এর উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৩১ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। কর্মশালায় গ্রাম আদালত, নারীর ক্ষমতায়ন, হোল্ডিং ট্যাক্স, স্ট্যন্ডিং কমিটি, হাওরের জীবন-জীবিকা, কর্মসৃজন প্রকল্প, টিআর, কাবিখা ও কাবিটা সহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উপর আলোচনা হয়।
MMC Pic-1 copyকর্মশালায় মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন-মিডিয়া সক্রিয় থাকার কারনে এখন আর আজান দিয়ে দুর্নীতি হয় না। দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয় না। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সাংবাদিকদের আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে। স্থানীয় সরকারের সুবিধা অসুবিধা মিডিয়ায় তুলে ধরতে হবে। তাহলেই ভাল কাজ করতে জনপ্রতিনিধিরা উৎসাহিত হবেন। মেয়র বলেন-সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় যারা জড়িত তাদেরকে মানুষ সম্মান করে। তাই সময়ের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতার মান আরও বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে কর্মশালার বিকল্প নেই।
প্রকল্প পরিচালক মোসাব্বের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লগোজে’র সভাপতি ও দৈনিক সমকালর বার্তা সম্পাদক সিকান্দার ফয়েজ, ৭১ টিভির বার্তা সম্পাদক পলাশ আহসান, এমএমসির প্রশিক্ষণ সমন্বয়কারী সেলিম আকন, এমএমসি’র সিলেট আঞ্চলিক ব্যাবস্থাপক হাবিবুল আলম।
বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের হবিগঞ্জ প্রতিনিধি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ আমীর হোসেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক আমাদের সময় হবিগঞ্জ প্রতিনিধি রুহুল হাসান শরীফ, দৈনিক সমকাল হবিগঞ্জ প্রতিনিধি শোয়েব চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, দৈনিক কালের কণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ জেলা স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, মৌলভীবাজারের সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, মোজাহিদ আলম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com