নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন-২০২৬ইং কে সামনে রেখে ঘোষিত তফসিল অনুযায়ী গত বুধবার বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত ৬ পদে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ক্লাব মিলনায়তনে মনোনয়নপত্র গ্রহন করেন প্রধান নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান। এ সময় সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার ও হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, সহকারী কমিশনার প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সহকারী কমিশনার অলিউর রহমান অলি ও ছনি আহমেদ চৌধুরী। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্টিত নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন যথাক্রমে এমএ বাছিত, এসআর চৌধুরী সেলিম ও উত্তম কুমার পাল হিমেল। সহ-সভাপতি পদে ৫ জন ফরম গ্রহন করলেও ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন কিবরিয়া চৌধুরী, হাবিবুর হমান শামীম, মুরাদ আহমদ, শাহ সুলতান আহমদ। সাধারণ সম্পাদক পদে ২ জন দাখিল করেন। যথাক্রমে মোঃ আলমগীর মিয়া ও মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৪ জন ফরম নিলেও ৩ জন প্রার্থী তা দাখিল করেন। তারা হলেন ইকবাল হোসেন তালুকদার, জুয়েল আহমদ ও অঞ্জন রায়। কোষাধ্যক্ষ পদে ৩ জন ফরম সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন সাগর আহমেদ, শাহরিয়ার আহমদ শাওন। নির্বাহী সদস্য ৮ পদের বিপরীতে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মোঃ ফখরুল আহসান চৌধুরী. এম এ মুহিত, এটিএম জাকিরুল ইসলাম, নিজামুল ইসলাম চৌধুরী, গৌছুজ্জামান চৌধুরী, মোঃ সরওয়ার শিকদার, নাবেদ মিয়া, তৌহিদ চৌধুরী, এম মুজিবুর রহমান, উত্তম কুমার পাল হিমেল, আনোয়ার হোসেন মিঠু, ফখরুল ইসলাম চৌধুরী ও এম এ আহমদ আজাদ। ১৯ ডিসেম্বর শুক্রবার বেলা ৩ টা থেকে ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়। নবীগঞ্জ প্রেসকাবের নির্বাচন উৎসবমুখোড় পরিবেশে অনুষ্টিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ক্লাবের সদস্যবৃন্দ। নির্বাচন ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্টিত হবে।