স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলায় উত্তর সাঙ্গর চ্যাম্পিয়ন্সলীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে স্থানীয় মাঠে সাবেক চেয়ারম্যান শাহ আলম ওয়াহাব স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কুহিনুর আলম। টুনামেন্টের উদ্ধোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান। দক্ষিণ বানিয়াচং যুবদলের আহ্বায়ক নুরুল হুদার সভাপতিত্বে এবং সাবেক মেম্বার আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি মোস্তাফিজুর রহমান মোস্তাক, মন্দরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, জিতেন্দ্র চন্দ্র দাস, দক্ষিণ বানিয়াচং যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নাসের, কৃষকদলের সভাপতি সাবেক মেম্বার তাইদুল ইসলাম, শাহ আলম ওয়াহাব স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আবিদুর রহমান পারভেজ, কাজী রফিক মিয়া, আব্দুল মিয়া, কাশেম মিয়া, ইকবাল মাহমুদ, ছাত্রদল নেতা মুর্শেদ আলম, নুর উদ্দিন প্রমুখ। উদ্বোধনীয় খেলায় অংশ গ্রহন করে বিডি স্পোর্ট মির্জাপুর ক্লাব ও কালেঙ্গা ইয়ং স্টাফ ক্লাব মৌলভীবাজার। এতে বিডি স্পোর্ট মির্জাপুর ক্লাব জয় লাভ করে। খেলায় আম্পয়ারের দায়িত্ব মোস্তফা কামাল এফিয়ান। খেলা পরিচালনার সার্বিক দাযিত্বে ছিলেন সাইফুর রহমান মান্নান, কামাল খান, তানভীর হাসান ইফতি ও জীবন দাস। এছাড়া টুর্নামেন্ট আয়োজনে সার্বিক তত্ত্ববধানে রয়েছেন শাহ আলম ওয়াহাব স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক ইতালী প্রবাসী শাহ শাকিল।