স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ৩৬ লাখ টাকার ভারতীয় জিরা এবং সোয়া দুই কোটি টাকার ভারতীয় শাড়ি ও শালসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর সকালে হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি টহল দল মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়। দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে একটি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালি ভর্তি ট্রাকের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকা।
অপরদিকে, ১৭ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযানে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায় ৫৫ বিজিবির বিশেষ টহল দল। তল্লাশিতে কাঠের গুড়া ভর্তি বস্তার আড়ালে গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি করা গোপন কুঠুরি থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান বিরোধী এসব অভিযান শুধু অপরাধ দমনেই নয়, দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা সুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।