বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন নবীগঞ্জে রাজনৈতিক মাঠে উত্তাপ দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন না হওয়ায় ক্ষোভ শায়েস্তাগঞ্জে গণদোয়া মাহফিলে জি কে গউছ ॥ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় আপোষহীন বেগম খালেদা জিয়া মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ৬ পদে ২৮ জনের মনোনয়নপত্র দাখিল হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সলের মনোনয়নপত্র সংগ্রহ মহান বিজয় দিবস উপলক্ষে উত্তর সাঙ্গর চ্যাম্পিয়ন্সলীগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মহান বিজয় দিবস উপলক্ষে জেলা জাতীয় পার্টির আলোচনা সভা বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার পণ্য জব্দ

বিজিবির অভিযানে আড়াই কোটি টাকার পণ্য জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)-এর পৃথক দুইটি বিশেষ অভিযানে প্রায় ৩৬ লাখ টাকার ভারতীয় জিরা এবং সোয়া দুই কোটি টাকার ভারতীয় শাড়ি ও শালসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ডিসেম্বর সকালে হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি টহল দল মাধবপুর উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কৌশলগত অবস্থান নেয়। দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে একটি ডাম্প ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বালি ভর্তি ট্রাকের ভেতরে লুকানো অবস্থায় মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ৩৬ লাখ ৪৫ হাজার টাকা।
অপরদিকে, ১৭ ডিসেম্বর ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযানে একটি কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায় ৫৫ বিজিবির বিশেষ টহল দল। তল্লাশিতে কাঠের গুড়া ভর্তি বস্তার আড়ালে গাড়ির বডির ভেতরে অভিনব কায়দায় তৈরি করা গোপন কুঠুরি থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা। এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান বিরোধী এসব অভিযান শুধু অপরাধ দমনেই নয়, দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা সুরায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও জানান, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com