স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন না হওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ওইদিন বিজয় দিবস পালন না করে শহীদ মিনারে কিশোরদের আড্ডা দিতে দেখা যায়। এ বিষয়টিকে ঘিরে এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, গত ১৬ ডিসেম্বর সারাদেশে মহান বিজয় দিবস উদযাপন হয়। কিন্তু বানিয়াচংয়ে দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবস পালন করা হয় নাই। এমনকি শহীদ মিনারে পুস্পস্তবন অর্পণ করতেও দেখা যায়নি। বরং ওইদিন বিদ্যালয়ের শহীদ মিনারে কিশোরদের আড্ডা দিতে দেখা যায় এবং শহীদ মিনার অবমাননার অভিযোগ উঠে। যার ফলে স্থানীয় এলাকাবাসীর মাঝে নানা আলোচনার জন্ম নেয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে অসন্তোষ দেখা দেয়। স্থানীয় এলাকাবাসীর অনেকেই এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরণের স্ট্যাটাসও দিয়েছেন। একটি সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। গত ৫ আগস্টের পর ছাত্রদের তোপের মুখে তিনি স্কুল ত্যাগ করেন। দীর্ঘ ৪/৫ মাস তিনি স্কুলে আসতে পারেননি। পরে স্থানীয় এলাকাবাসীকে ম্যানেজ করে পরবর্তীতে তিনি স্কুলে যোগদান করেন।