স্টাফ রিপোর্টার ॥ জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে লড়াকু সৈনিক গুলিতে আহত সালেহ আহমদকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই যোদ্ধা সালেহ আহমদের সন্তানের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। লড়াকু বীর সালেহ আহমদ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার বাসিন্দা। তিনি হবিগঞ্জ পৌর বিএনপির অর্থ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা।
২০২৪ সালের ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে নির্ভীকভাবে লড়াই করছিলেন সালেহ আহমদ। এক পর্যায়ে পেটে গুলিবিদ্ধ হন তিনি। সে সময় প্রাথমিক চিকিৎসায় কিছুটা সুুস্থ হয়ে উঠলেও আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েকবার অস্ত্রোপচার করা হলেও তার পেট থেকে সব গুলি বের করা সম্ভব হয়নি। ফলে কিছু দিন পরপরই তিনি অসুস্থ হয়ে যান। অর্থের অভাবে উন্নত চিকিৎসাও করাতে পারছেন না তার পরিবার। সহায় সম্ভল যা ছিল সব বিক্রি করে অনেকটা নি:স্ব হয়ে পড়েছে পরিবারটি। সাম্প্রতিককালে তিনি চরম অসুস্থ হয়ে পড়েন। গত শনিবার (১৩ ডিসেম্বর) সংকটাপন্ন অবস্থায় তাঁকে সিলেটের নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক অসহায় পরিবারটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জুলাই যোদ্ধা সালেহ আমদের সন্তানের হাতে তুলেন আর্থিক সহায়তা।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার এবং ফ্যাসিবাদ মুক্ত ও উন্নত বৈষম্যহীন সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন দেখতে পাচ্ছি। সালেহ আহমেদ একজন জুলাই যোদ্ধা। তিনি বর্তমানে সিলেটে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় একটি পত্রিকায় সংবাদটি দেখে আমি তাৎক্ষনিক জেলা প্রশাসনের পক্ষ থেকে সামান্য হলেও আর্থিক সহায়তা করেছি।
জেলা প্রশাসক বলেন, আমরা সবসময় জুলাই যোদ্ধাদের পাশে আছি এবং থাকব। প্রয়োজনে আমরা সালেহ আহমদের চিকিৎসার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে উন্নত চিকিৎসার চেষ্টা করব।