এটিএম সালাম ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেমাবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির এক সভায় দেশের ২৩৭টি আসনের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি। উক্ত তালিকাটি বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে। ওই তালিকায় হবিগঞ্জ জেলার ৪টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনটি ওয়াইটিংয়ে রাখা হয়েছে। বাকী ৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। এই খবর প্রকাশের পর নবীগঞ্জ উপজেলার সর্বত্র বিএনপি পরিবারের মধ্যে আলোচনা-সমালোচনা ঝড় বইছে। ইতিমধ্যে সোমবার একটি জাতীয় পত্রিকায় হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পাচ্ছেন ড. রেজা কিবরীয়া এমন একটি সংবাদ প্রকাশিত হওয়ায় দলের তৃর্ণমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দলের ত্যাগী নেতাকর্মীদের দাবী হবিগঞ্জ-১ আসনে দলের মাঠের ত্যাগী নেতাদের মধ্যে থেকে যেনো মনোনয়ন দেয়া হয়। কোন হাইবিটকে মনোনয়ন দিলে তৃর্ণমুল নেতাকর্মীরা মেনে নেবে না।
এই আসনে কে হবেন ধানের শীষের কান্ডারী এই মুহুর্তে বলা মুশকিল। সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার অনুসারীদের দাবী হবিগঞ্জ-১ আসনে শেখ সুজাত মিয়াই হবেন শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থী। তিনি দীর্ঘদিন নবীগঞ্জ-বাহুবল এলাকায় কাজ করেছেন। তার সকল আরাম আয়েশ, বিলাশিতা ত্যাগ করে দলের জন্য ও মানুষের কল্যাণে কাজ করেছেন। বিগত উপ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দলের কান্তিকালে এই আসনটি বিএনপি উপহার দেন।
এদিকে সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরীর অনুসারীদের দাবী এই আসনে দল তাকেই মনোনয়ন দিবেন। এই চমক দেখানোর জন্যই ওয়াইটিংয়ে রাখা হয়েছে। তারা বলেন, ছাবির চৌধুরীও দলের একজন নিবেদিত প্রাণ। এছাড়া বিএনপির দায়িত্বশীল একাধিক নেতাদের দাবী দল যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই তারা কাজ করবেন। তবে মাঠের পরিক্ষিত ত্যাগী নেতাদের মধ্য থেকে মনোনয়ন দেয়ার দাবী জানান তারা। অনেক নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালে জোটের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ড. রেজা কিবরীয়া নির্বাচন করেছিলেন। তখনকার সময় আওয়ামীলীগ সরকারের মামলা-হামলার শিকার হন অসংখ্য নেতাকর্মী। আজ পর্যন্ত ড. রেজা কিবরীয়া কোন খবরই নেন নি। এছাড়া কোন আন্দোলন সংগ্রামে তার কোন ভুমিকা থাকাতো দুরের কথা, এক ঘন্টার জন্য এলাকায় বা মাঠে দেখা যায়নি। দল এই সব হাইবিট নেতাদের মনোনয়ন দিলে এই আসন বিএনপির হাত ছাড়া হতে পারে বলেও মন্তব্য করেছেন অনেক ত্যাগী নেতাকর্মীরা। নবীগঞ্জে এখন একটাই আলোচনা কে পাচ্ছেন বিএনপির ধানের শীষ। কি চমক থাকতে পারে, সেটা দেখার অপেক্ষায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারগণ।