সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বাসদের সম্মেলনে কমরেড খালেকুজ্জামান ॥ একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি হবিগঞ্জ-১ আসনে শাহ মোজ্জামেল নান্টু’কে মনোনয়ন দেয়ার দাবীতে বিএনপির শোডাউন ॥ পথসভা লস্করপুরে নির্বাচনী সভায় জি কে গউছ ॥ ক্ষমতার মোহে আওয়ামীলীগ গুলি করে মানুষ হত্যা করেছে এই মূর্হূতের দেশের মানুষের প্রত্যাশা একটি উৎসবমুখর নিবার্চন-সৈয়দ ফয়সল হবিগঞ্জের এসপি সাজেদুর বদলী নতুন এসপি গৌতম বিশ্বাস শেখ হাসিনার মামলার রায়কে সামনে রেখে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশী সুনামগঞ্জে মাধবপুরের ২ জনসহ ৩ মাদক কারবারী গ্রেফতার হবিগঞ্জে পুলিশের অভিযানে ৩ পলাতক আসামি গ্রেপ্তার মাধবপুরে শিক্ষার্থীদের মাদক বিরোধী সমাবেশ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি চালকদের মারধোর ॥ আহত ৮

নবীগঞ্জে জিপিএ-৫ পেল তিন শিক্ষার্থী ॥ এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬৬.২৮% ॥ আলিমে ৮৬.০৮%

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর নবীগঞ্জ উপজেলা থেকে মোট ২ হাজার ২শত ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১ হাজার ৩ শত ৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন। সামগ্রিক পাশের হার ৫৯.৬৪%।
উপজেলার মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে এনায়েত খান মহিলা কলেজ (৯৫.২৪%) এবং সর্বনিম্ন পাশের হার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে (৩৩.৪৫%)। মাদ্রাসা পর্যায়ে শতভাগ পাশ নিয়ে সেরা সাফল্য অর্জন করেছে তাহিরপুর ন’মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা। এরমধ্যে এইচএসসিতে মোট ২ হাজার ৯০ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২শত ৮ জন ও জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন, পাশের হার ৬৬.২৮%। আলিম পরীক্ষায় (মাদ্রাসা) ১৬৭ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে একজন ও পাশের হার ৮৬.০৮%। এছাড়া ভোকেশনাল শাখায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ২৬.০৯ শতাংশ।
বিদ্যালয় ভিত্তিক ফলাফলে দেখা যায়- নবীগঞ্জ সরকারি কলেজ থেকে অংশ নেয় ৮৫৯ জন পরীক্ষার্থী, কৃতকার্য হয় ৫৪১ জন, পাশের হার ৬৩.১০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। ইনাতগঞ্জ কলেজ থেকে ২৪৪ জনের মধ্যে পাশ করেছে ১৬৬ জন (পাশের হার ৬৮.০৩%)। দিনারপুর কলেজ থেকে অংশ নেয় ২১২ জন, পাশ করে ৮৯ জন (৪১.৯৮%)। কীর্তিনারায়ন কলেজ ৫৩ জনের মধ্যে ৪৭ জন কৃতকার্য হয়ে উপজেলার মধ্যে অন্যতম সেরা পাশের হার অর্জন করেছে (৮৮.৬৮%)। এছাড়া রাগীব রাবেয়া কলেজে ২৪৮ জনের মধ্যে পাশ ১২২ জন (৪৯.১৯%)। আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৯৩ জনের মধ্যে পাশ ৯৮ জন (৩৩.৪৫%), জিপিএ-৫ একজন। শরৎচন্দ্র নন্দলাল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৫ জনের মধ্যে পাশ ৯ জন (৬০%)। দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৯ জনের মধ্যে পাশ ২৮ জন (৭১.৭৯%)। উইমেন্স আইডিয়াল কলেজে ৬০ জনের মধ্যে পাশ ৪৯ জন (৮১.৬৭%)। নয়মৌজা কলেজে ২৫ জনের মধ্যে পাশ ১৯ জন (৭৬%) ও এনায়েত খান মহিলা কলেজে ৪২ জনের মধ্যে পাশ ৪০ জন (৯৫.২৪%) উচ্চতম পাশের হার অর্জন করেছে এই কলেজ।
অন্যদিকে আলিমে- সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসায় পাশের হার ৯১.৩০%, তাহিরপুর ন’মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসায় ১০০% পাশ ও একজন জিপিএ-৫, শাহজালাল (র.) আলিম মাদ্রাসা ৯৬.৩০%, তাজিয়া মোবাশিরিয়া আলিম মাদ্রাসা: ৬২.০৭% ও মুকিমপুর আলিম মাদ্রাসায় ৮০.৭৭%।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com