ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ এইচএসসি ও সমমান পরীক্ষায় এ বছর নবীগঞ্জ উপজেলা থেকে মোট ২ হাজার ২শত ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১ হাজার ৩ শত ৬০ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন। সামগ্রিক পাশের হার ৫৯.৬৪%।
উপজেলার মধ্যে সর্বোচ্চ পাশের হার অর্জন করেছে এনায়েত খান মহিলা কলেজ (৯৫.২৪%) এবং সর্বনিম্ন পাশের হার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে (৩৩.৪৫%)। মাদ্রাসা পর্যায়ে শতভাগ পাশ নিয়ে সেরা সাফল্য অর্জন করেছে তাহিরপুর ন’মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসা। এরমধ্যে এইচএসসিতে মোট ২ হাজার ৯০ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ২শত ৮ জন ও জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন, পাশের হার ৬৬.২৮%। আলিম পরীক্ষায় (মাদ্রাসা) ১৬৭ জন অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১৪৬ জন, জিপিএ-৫ পেয়েছে একজন ও পাশের হার ৮৬.০৮%। এছাড়া ভোকেশনাল শাখায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন কৃতকার্য হয়েছে, পাশের হার ২৬.০৯ শতাংশ।
বিদ্যালয় ভিত্তিক ফলাফলে দেখা যায়- নবীগঞ্জ সরকারি কলেজ থেকে অংশ নেয় ৮৫৯ জন পরীক্ষার্থী, কৃতকার্য হয় ৫৪১ জন, পাশের হার ৬৩.১০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। ইনাতগঞ্জ কলেজ থেকে ২৪৪ জনের মধ্যে পাশ করেছে ১৬৬ জন (পাশের হার ৬৮.০৩%)। দিনারপুর কলেজ থেকে অংশ নেয় ২১২ জন, পাশ করে ৮৯ জন (৪১.৯৮%)। কীর্তিনারায়ন কলেজ ৫৩ জনের মধ্যে ৪৭ জন কৃতকার্য হয়ে উপজেলার মধ্যে অন্যতম সেরা পাশের হার অর্জন করেছে (৮৮.৬৮%)। এছাড়া রাগীব রাবেয়া কলেজে ২৪৮ জনের মধ্যে পাশ ১২২ জন (৪৯.১৯%)। আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৯৩ জনের মধ্যে পাশ ৯৮ জন (৩৩.৪৫%), জিপিএ-৫ একজন। শরৎচন্দ্র নন্দলাল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৫ জনের মধ্যে পাশ ৯ জন (৬০%)। দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩৯ জনের মধ্যে পাশ ২৮ জন (৭১.৭৯%)। উইমেন্স আইডিয়াল কলেজে ৬০ জনের মধ্যে পাশ ৪৯ জন (৮১.৬৭%)। নয়মৌজা কলেজে ২৫ জনের মধ্যে পাশ ১৯ জন (৭৬%) ও এনায়েত খান মহিলা কলেজে ৪২ জনের মধ্যে পাশ ৪০ জন (৯৫.২৪%) উচ্চতম পাশের হার অর্জন করেছে এই কলেজ।
অন্যদিকে আলিমে- সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসায় পাশের হার ৯১.৩০%, তাহিরপুর ন’মৌজা ইত্তেফাকিয়া আলিম মাদ্রাসায় ১০০% পাশ ও একজন জিপিএ-৫, শাহজালাল (র.) আলিম মাদ্রাসা ৯৬.৩০%, তাজিয়া মোবাশিরিয়া আলিম মাদ্রাসা: ৬২.০৭% ও মুকিমপুর আলিম মাদ্রাসায় ৮০.৭৭%।