এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ পুলিশই যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা দেবে কে ? নবীগঞ্জে পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেয়ার ঘটনায় জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। পাশাপাশি এ ঘটনায় নবীগঞ্জ শহরসহ আশপাশের এলাকায় জনমনে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার নায়ক রিমনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তাকে ধরতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে পুলিশ জানায়।
উল্লেখ্য যে, সাম্প্রতিককালে নবীগঞ্জ শহরসহ পৌর এলাকায় চুরি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। বেশ কয়েকজন মোবাইল চুরির অভিযোগে থানায় অভিযোগও দায়ের করেন। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে অপরাধের সাথে জড়িত অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ চুরিসহ অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে। শুরু করে অভিযান। গত ৭ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে সোহেল নামে এক ব্যক্তিকে আনমনু গ্রামের রাস্তার মুখ থেকে আটক করে। তাকে জিঙ্গাসাবাদে সে (সোহেল) শিবপাশা গ্রামের রিমনের নাম প্রকাশ করে। এরই প্রেক্ষিতে পুলিশ রিমনকে ধরতে তার বাড়িতে অভিযান চালিয়ে রিমন ও বাবুল নামে দুইজনকে আটক করে। এ সময় রিমনের ভাই মামুন মিয়াসহ পরিবারের সকল মহিলা ও পুরুষ মিলে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর তীব্র হামলা চালিয়ে রিমন ও বাবুলকে ছিনিয়ে নেয়। তাদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হয়। আহতদের মধ্যে একজনকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়। পরে খবর পেয়ে ওসির নেতৃত্বে আরো পুলিশ গিয়ে রিমনের ভাই মামুন মিয়া, মা শাহেনা বেগম, বোন মেঘলা আক্তার ও জুবেদ মিয়াকে আটক করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ প্রথমে যাকে আটক করেছিল সেই সোহেলের বাড়ি নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামে। সে নবীগঞ্জ শহরের কান্দিপাড়া গ্রামে তার শ^শুর বাড়িতে বসবাস করে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
অপরদিকে রিমনের মূল বাড়ি নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামে। সে তার পরিবারসহ পৌর এলাকারই শিবপাশা এলাকায় বসবাস করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রিমনসহ তার পরিবারের মহিলাসহ সবাই বিভিন্ন অপকর্মের সাাথে জড়িত।
স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রিমন এবং আটককৃত সোহেলসহ আরো বেশ কিছু অপরাধী মিলে একটি চক্র গড়ে তুলেছে। মূলত এই চক্রই চুরি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এই চক্রের সিন্ডিকেট ভাঙ্গতে পারলে অপরাধ অনেকাংশেই কমে যাবে বলে সাধারণ মানুষের ভাষ্য।