নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষী মেলার বাজার আবারও ফিরে পেয়েছে তার পুরনো জৌলুস ও জনজীবনের স্পন্দন। বাজারের ধারাবাহিকতা ধরে রাখতে সচেতন মহল সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার (৫ জুলাই) সকাল থেকে দিনভর ক্রেতা-বিক্রেতাদের ঢল নামে এই ঐতিহাসিক বাজারটিতে। গরু-ছাগল, সবজি, চাল-ডাল, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে বসেন বিক্রেতারা। সকাল থেকে রাত অবধি হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে গোটা বাজার এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার পশুর হাট অপসারণে জেলা প্রশাসনের নির্দেশনার পর সাংবাদিককে মারধর এবং ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন জনতার বাজারে হাট না বসানোর কঠোর সিদ্ধান্ত নেয়। গতকাল শনিবার সকালে জনতার বাজার এলাকায় কিছু গরু-ছাগল আসতে দেখা গেলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল শুরু হয়। মাইকিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী লোকজনকে দ্রুত সরে যেতে নির্দেশ দেয় এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। এই পরিস্থিতিতে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা বিকল্প হিসেবে গজনাইপুর ইউনিয়নের শত বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলার বাজারে চলে যান এবং সেখানে হাট বসিয়ে দেন। বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা গরু-ছাগল নিয়ে বাজারে হাজির হন। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরাও সবজি, ফলমূল, চাল-ডালসহ নানান সামগ্রী নিয়ে বসেন। দুপুরের পর থেকে বাজারে ভিড় ক্রমেই বাড়তে থাকে। সন্ধ্যা পর্যন্ত চলে পুরোদমে কেনাবেচা। ছোট-বড় সবার অংশগ্রহণে মেলার বাজারটি যেন রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়। এক সময় নানা কারণে বিলীন হতে বসা এই ঐতিহাসিক বাজার আজ মানুষের আন্তরিকতা, ঐক্য ও উদ্যমে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। স্থানীয়দের আগ্রহ, ক্রেতা-বিক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বাজারকেন্দ্রিক উৎসবমুখর পরিবেশ প্রমাণ করে—এই বাজার এখন আর শুধুমাত্র আবেগ নয়, বরং একটি দীর্ঘমেয়াদি ধারাবাহিকতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। মেলার বাজারের পুনরুজ্জীবনের এই জনভিত্তিক উদ্যোগ নিঃসন্দেহে সামাজিক ঐক্য, সংস্কৃতি এবং আত্মমর্যাদার অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতারা।