স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার কোন ধরনের অনুমোদন ছাড়াই বিল্ডিং কোড অমান্য করে বাউন্ডারী ওয়ালের উপর ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শহরের চিড়াকান্দি (কির্তণপুর) আবাসিক এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী ইকবাল মিয়া এ ঘর নির্মাণ করছেন।
এ ব্যাপারে ওই এলাকার বাসিন্দাগণ গত ২৯ জুন হবিগঞ্জ পৌরসভায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, হবিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের চিড়াকান্দি (কীর্তনপুর) আবাসিক এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম.এ রব ও মেজর (অবঃ) ডাঃ শাকিল আহমেদ এর বাসার পার্শ্ববর্তী বাসিন্দা জনৈক লন্ডন প্রবাসী মোঃ ইকবাল মিয়া তার কেয়ারটেকার দিয়ে পৌরসভার অনুমতি ব্যতিত বিল্ডিং কোড অমান্য করে বাউন্ডারী ওয়ালের উপর ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। এমনকি ঘর নির্মাণ করে আবাসিক এলাকার ভিতরে দোকানপাঠ দিয়ে বিভিন্ন ধরণের বাজে আড্ডাসহ এলাকার পরিবেশ নষ্ট করার পায়তারা করছেন। এলাকাবাসীর দাবী আমাদের সুন্দর একটি আবাসিক এলাকার ভিতরে দোকানপাট দিয়ে আড্ডা সহ বিভিন্ন ধরণের খারাপ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এলাকাবাসীর সুন্দর পরিবেশের স্বার্থে এ নির্মাণ কাজ বন্ধ করার দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম. এ রব গত ২২জুন পৌরসভায় একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে পৌর কর্তৃপক্ষ গত ২৬জুন লন্ডন প্রবাসী মোঃ ইকবাল মিয়াকে পৌরসভার অনুমতি ব্যতিত ঘর নির্মাণ করার জন্য একটি নোটিশ প্রদান করেন। কিন্তু ইকবাল মিয়া ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখায় গত ২৯ জুন এলাকার ১৯জন গন্যমান্য ব্যক্তি স্বাক্ষরিত আরো একটি অভিযোগ পৌর প্রশাসকের নিকট প্রদান করেন।
এলাকাবাসী পৌরসভার অনুমতি না নিয়ে বাউন্ডারী ওয়ালের উপর ঘর নির্মাণ কাজ বন্ধ এবং আবাসিক এলাকার সুন্দর পরিবেশ রক্ষার স্বার্থে দোকানপাট না করার দাবী জানিয়েছেন।